আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্টে উত্তাপ ছড়ায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়ে জাক ক্রলি ও বেন ডাকেট নানা অছিলায় সময় নষ্ট করেন। শুভমান গিল আঙুল উঁচিয়ে তর্ক জুড়ে দেন ক্রলির সঙ্গে। 

পরে ভারতের ইনিংসের সময়ে বেন স্টোকসও হাততালি দেন ভারতীয় ব্যাটারদের। মহম্মদ সিরাজ ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে ফিরিয়ে দেওয়ার পরে এমন উদযাপন করলেন যে ভারতীয় পেসারকেই জরিমানা করা হল ম্যাচ ফির ১৫ শতাংশ। ডিমেরিট পয়েন্ট যোগ হল। 

সিরাজের ডিমেরিট পয়েন্ট কিন্তু চিন্তা বাড়াল। ২৪ মাসের মধ্যে সিরাজের এটা দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আরও দু'বার যদি ডিমেরিট পয়েন্ট পান হায়দরাবাদি বোলার, তাহলে এক টেস্টে তাঁকে নির্বাসিত হতে হবে। 

Mohammed Siraj got up close to Ben Duckett after dismissing him, England vs India, 3rd Test, Lord's, 4th day, July 13, 2025

অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি জানান, এই রকম উত্তপ্ত পরিস্থিতিতে তিনি দেখতে চান বিরাট কোহলিকে। কারণ এই ধরনের পরিস্থিতিতে কোহলির থেকে বেরিয়ে আসে নিজের সেরাটা। কিন্তু কোহলি যে আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। 

আরও পড়ুন: লর্ডসে হারল কেন টিম ইন্ডিয়া? ভারতের তারকা ক্রিকেটারকে দায়ী করলেন তাঁরই আইপিএল দলের সতীর্থ

হিলিকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট কোহলির অভাব কিছুটা হলেও অনুভব করলাম। আমি কল্পনা করেছিলাম এই ধরনের বিরুদ্ধে পরিবেশে কোহলি সাফল্য লাভ করবে। কোহলি নিজেই টেস্ট ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু জাদেজা মরিয়া চেষ্টা করেছিল।'' 

রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াই প্রশংসিত হচ্ছে। কিন্তু ভারতের প্রাক্তন উইকেট কিপার-ব্যাটার সুরিন্দর খান্না মনে করেন রবীন্দ্র জাদেজার আরেকটু আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল। 

লর্ডসে ভারত ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে। রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে নিয়ে লড়েছিলেন জাদেজা। তবুও ভারতকে জয় এনে দিতে পারেননি তিনি। 

সুরিন্দর খান্না বলেন, জাদেজা  এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন। 

জাদেজা চিরকাল পার্শ্ব চরিত্র হয়েই থাকেন। নায়কের সম্মান তাঁর জোটে না। তিনি লড়েন কিন্তু শেষ হাসি তাঁর জন্য তোলা থাকে না। 

সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।'' 

Things got heated at the end of the third day, England vs India, 3rd Test, Lord's, London, 3rd day, July 12, 2025

লর্ডস টেস্ট এক ইনিংসে ফয়সলা হয়েছে। প্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংস পার্থক্য গড়ে দিল। সুরিন্দর খান্না বলেন, ''এই স্কোর জটিল। যখন স্কোর বেশি হয়, তখন খেলোয়াড়রা সতর্ক থাকে। ইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা আর্চারকে এনে নিজেদের পরিকল্পনা সফল করে। উভয় পক্ষের কাছ থেকে নেওয়ার মতো খুব কমই জিনিস ছিল।'' 

লর্ডসে জাদেজা নিজের সেরাটা দিয়েছিলেন। ব্যবধানও কমিয়ে আনেন। কিন্তু দিনটা যে তাঁর ছিল না। শোয়েব বশিরের বলটা খেলার পরে সিরাজের বেল ফেলে দিল। হতাশায় মূহ্যমান হয়ে পড়েন সিরাজ। ইংল্যান্ডের ক্রিকেটাররা এসে সান্ত্বনা দেন সিরাজকে। 

আরও পড়ুন: লর্ডস হারের পর টিম ইন্ডিয়াকে কটাক্ষ, এই তারকাকে ভিলেনের আসনে বসালেন সানি