আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় ভারতের সাফল্য নির্ভর করবে মহম্মদ সামির ওপর। ১৪ মাস পরে ক্রিকেটে ফিরলেও এখনও সেরা ছন্দ ফিরে পায়নি তারকা পেসার। তবে সামির দু'দিকে বল সুইং করার ক্ষমতা তাঁকে অপ্রতিরোধ্য করে তোলে। তারওপর আইসিসি টুর্নামেন্টে অভিজ্ঞতা এবং চাপ সামলানোর ক্ষমতা তাঁকে একজন আদর্শ ম্যাচ উইনার করে। সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে এসে প্রখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো জানান, সামির ওপর অনেকটাই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য। লোবো বলেন, 'সামির রাশিফলে একটা অভূতপূর্ব উত্থান আছে। ও ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছে। যখন প্লুটো নিজের ঘরে প্রবেশ করে। এটা খুবই শক্তিশালী গ্রহ। এটা কাউকে কিংবদন্তি করে দিতে পারে। এছাড়াও সামির নেপচুন গ্রহ শক্তিশালী। যা সমস্ত শত্রুদের ধ্বংস করবে। সুতরাং সামির রাশিফল খুবই ভাল। তারওপর ওর শুক্র এবং মঙ্গল গ্রহের সংযোগ ভাল। ওয়াসিম আক্রম, জাহির খান, যশপ্রীত বুমরার মতো সেরা ফাস্ট বোলারদের এই দুই গ্রহের সংযোগ ভাল। রিভার্স সুইং, বাউন্স কার্যকরী করবে শুক্র গ্রহ। মঙ্গল গ্রহ স্ট্যামিনা, পাওয়ার দেবে। এই দুটো যোগ হয়ে গেলে, বিপক্ষকে অনায়াসেই ধ্বংস করতে পারবে। সামির ক্ষেত্রে যা প্রযোজ্য।'
কোনও রাখঢাক না করেই প্রখ্যাত জ্যোতিষী জানিয়ে দিলেন, ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে হলে সামিকে জ্বলে উঠতেই হবে। লোবো বলেন, 'এই দলকে জিততে হলে সামিকে বড় ভূমিকা নিতে হবে। ওর রাশিফল বলছে, বড় টুর্নামেন্ট জয়ের অঙ্গ হতে পারে। সামিকে ছাড়া ভারত এই টুর্নামেন্ট জিততে পারবে না। ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা যাবে না।' বুমরার অনুপস্থিতিতে যে সামিকে বড় ভূমিকা নিতে হবে সেটা সবারই জানা ছিল। কিন্তু এবার জ্যোতিষশাস্ত্রও জানিয়ে দিল, ভারতের চ্যাম্পিয়ন ট্রফি জয়ে ট্রাম্পকার্ড হবেন বাংলার পেসার।
