আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় এবং হেড কোচ গৌতম গম্ভীর বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই পৌঁছলেন। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শিবিরকে সামনে রেখেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার সংযুক্ত আরব আমিরাশাহিতে নামবেন। মুম্বই বিমানবন্দরে দিনের শুরুতেই অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছিল কোচ গম্ভীরকে। পরে দুবাই বিমানবন্দরে এক সমর্থকের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। ঋষভ পন্থ, অভিষেক শর্মা, হর্ষিত রানা ও কুলদীপ যাদবও বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ে অবতরণ করেছেন বলে জানা গিয়েছে। এশিয়া কাপের আগে এবার নিয়মের পরিবর্তন ঘটিয়েছে বিসিসিআই। সাধারণত বড় টুর্নামেন্টের আগে মুম্বইয়ে গোটা দল একসঙ্গে জড়ো হয়ে বিদেশ যাত্রা করলেও, এবার খেলোয়াড়রা আলাদা আলাদা শহর থেকে সরাসরি দুবাই যেতে পারছেন। এর কারণ চলতি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা।
এশিয়া কাপের সদস্যদের মধ্যে অর্শদীপ সিং ও হর্ষিত রানা দিল্লি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর জোনের হয়ে মাঠে নামেন বেঙ্গালুরুতে। একই শহরে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছেন কুলদীপ যাদবও। অন্যদিকে, সহ-অধিনায়ক শুভমান গিল সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজের দুবাই পৌঁছনোর খবর জানিয়েছেন। শুক্রবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা রয়েছে গোটা ভারতীয় শিবিরের। তবে এখনও নিশ্চিত নয় যে, রিজার্ভ তালিকায় থাকা যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল দলের সঙ্গে থাকবেন কিনা। এশিয়া কাপে ভারতের ১৫ জনের দলে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। প্রায় এক বছরের বিরতির পর ফের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল।
তাঁর ওপেনিং পার্টনার হওয়ার সম্ভাবনা অভিষেক শর্মার। উইকেটকিপার হিসেবে ব্যাক-আপ হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা, ফলে সঞ্জু স্যামসনকে হয়তো মিডল অর্ডারে নামতে হতে পারে। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে ভারত। আগের দিন আবুধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত, ১৯ সেপ্টেম্বর খেলবে ওমানের বিরুদ্ধে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার ফোরে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। এদিকে, জানা গেছে, স্ট্যান্ডবাই ক্রিকেটাররা মূল দলের সঙ্গে দুবাই যাবেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধের মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’। ওই কর্মকর্তা জানান, ‘কেউ কেউ মুম্বই থেকে আসবেন, কিন্তু বাকি খেলোয়াড়দের মুম্বই আসার পরে দুবাই যাওয়া অযৌক্তিক। তাছাড়া, দুবাইয়ের ফ্লাইট অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় সংক্ষিপ্ত’। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল ওমান (১৯ সেপ্টেম্বর)। এরপর সুপার ফোর পর্যায় শুরু হবে। এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটার প্রসিধ কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
