আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জবলপুরে সরকারি হাসপাতালের শোচনীয় অবস্থা। ভিক্টোরিয়া জেলা হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে রোগীদের বিছানার চারপাশে ইঁদুরের অবাধ বিচরণ! এর রোগীর আত্মীয়ের তোলা ভিঢিও এখন ভাইরাল। যা ঘিরে শোরগোল পড়েছে। ভয়ে কাঁটা রোগীরা, শিউরে উঠছেন রোগীর পরিজনেরা। প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও নিরাপত্তা।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, রোগী হাসপাতালের শয্যায় শিয়ে রয়েছে। শত শত ইঁদুর হাসপাতালের মধ্যে অর্থোপেডিক ওয়ার্ডে সর্বত্র ঘুরে বেরাচ্ছে। রোগীর বেডের উপরও চড়ছে!
মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ইঁদুরের উৎপাত এই প্রথম নয়। এর আগে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় তোলপাড় পড়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছিল। এরপর তদন্ত শুরু হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই হাসপাতালের কর্মকর্তাদের বরখাস্ত করা হয় এবং হাসপাতালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য একটি প্রস্তাবও পাঠানো হয়।
তারপরও টনক নড়েনি। জবলপুরের হাসপাতালগুলোর এই বেহাল অবস্থা এবারই প্রথম সামনে এল- তা নয়। সম্প্রতি জবলপুর মেডিকেল কলেজে রোগীদের ইঁদুরের কামড়ানোর একটি চাঞ্চল্যকর ঘটনাও সামনে আসে। তারপরও জবলপুরের ভিক্টোরিয়া জেলা হাসপাতালের পরিস্থিতি প্রমাণ করে যে, স্বাস্থ্য বিভাগ অতীতের ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি। ফলে হাসপাতালগুলোতে রোগীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
জবলপুরের ভিক্টোরিয়া জেলা হাসপাতালের কর্তৃপক্ষ ইঁদুরের সমস্যার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে ৮ ডিসেম্বর কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইঁদুরের উপদ্রবের কারণ ব্যাখ্যায় কর্তৃপক্ষের তরফে, হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পেছনের একটি জরাজীর্ণ ভবন ভেঙে ফেলার ঘটনাকে দায়ী করা হয়েছে। ভাঙাভাঙির কাজে পয়ঃনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ইঁদুর গুলো বাইরে বেরিয়ে পড়ে এবং আইসিইউ ওয়ার্ডে ঢুকে গিয়েছে।
হাসপাতালের একজন আধিকারিক বলেছেন, "আমরা তদন্ত করব এবং নিশ্চিত করব যে এমন ঘটনা যেন আর না ঘটে।"
