আজকাল ওয়েবডেস্ক: দুজনের র‍্যাঙ্কিংয়ে বিস্তর ব্যবধান। কিন্তু খেতাব জয়ের লড়াই শুরু হতেই সবকিছু বদলে গেল। র‍্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে গুঁড়িয়ে স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

সাবালেঙ্কার বিরুদ্ধে এর আগে তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই হেরে গিয়েছিলেন ওস্তাপেঙ্কো। তবে এবার সাবালেঙ্কাকে সুযোগই দেননি তিনি।  ফাইনালে ওস্তাপেঙ্কো ৬-৪, ৬-১-এ হারান সাবালেঙ্কাকে। 

ম্যাচ হেরে সাবালেঙ্কা রানার্স ট্রফি নিতে অস্বীকার করেন। আরও একটি পোর্শে জেতার সুযোগ হাতছাড়া করলেন তারকা টেনিস খেলোয়াড়। 

এর আগে ২০২১, ২০২৩ সালে  সাবালেঙ্কা স্টুটগার্টে রানার্স আপ হয়েছিলেন। এবারও সেই একই ফলাফল হল। 

কেরিয়ারে এবার নিয়ে ৯টি ডব্লিউটিএ খেতাব জেতেন ওস্তাপেঙ্কো। ২০১৭ সালে ফরাসি ওপেন জয়ের পর প্রথমবার এই খেতাব জিতলেন।