আজকাল ওয়েবডেস্ক: ভুল করে অন্য ঘরের দরজায় কড়া নেড়েছিলেন। আর সেই ‘ভুলের’ মাশুল দিতে হলো এক যুবতীকে। মদ্যপ অবস্থায় তিন যুবক ওই যুবতীকে ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করেছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বছর তিরিশের ওই যুবতী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের কর্মী। জানা গিয়েছে, তাঁর এক পরিচিত ব্যক্তি এক হোটেলের ১০৫ নম্বর ঘরে থাকছিলেন। ওই বন্ধুর কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করতেই হোটেলে গিয়েছিলেন তিনি। কাজ মিটিয়ে ফেরার সময় পথ ভুলে তিনি হোটেলের দোতলায় উঠে পড়েন। ভুলবশত তিনি ১০৫-এর বদলে ২০৫ নম্বর ঘরের দরজায় কড়া নাড়েন।
তদন্তকারীরা জানিয়েছেন, সেই সময় ২০৫ নম্বর ঘরের ভিতরে মদ্যপান করছিল তিন যুবক। দরজা খুলতেই ওই যুবতীকে লক্ষ্য করে তারা। যুবতী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যেতে চাইলেও রেহাই মেলেনি। অভিযোগ, অভিযুক্ত তিন জন তাঁকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের ভিতরে নিয়ে যায়। সেখানে তাঁকে জোর করে বিয়ার খাওয়ানো হয়। এর পরে সারা রাত ধরে চলে পাশবিক অত্যাচার।
ভোর ৩টে থেকে ৪টের মধ্যে কোনওরকমে ওই ঘর থেকে পালিয়ে আসতে সক্ষম হন নির্যাতিতা। চিৎকার করতে করতে তিনি সোজা পৌঁছন বেদান্তনগর থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তিন ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্ত ঘনশ্যাম ভাউলাল রাঠৌড়, ঋষিকেশ তুলসীরাম চহ্বণ এবং কিরণ লক্ষ্মণ রাঠৌড় নামে তিন অভিযুক্তকে জালে তোলে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এই পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷
