আজকাল ওয়েবডেস্ক: তিনি মাঠে নামলেই ফুটবল দুনিয়া যখন তাঁকে কুর্নিশ জানাচ্ছে, তখন দেশের প্রাক্তন তারকা ফুটবলারের কটাক্ষ উড়ে এল তাঁর দিকে। 

তিনি লিওনেল মেসি। আর এলএম ১০-এর নিন্দায় যিনি মেতে উঠলেন, তিনি হুগো অরল্যান্ডো গাট্টি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে নীল-সাদা জার্সিতে খেলতে দেখা গিয়েছে অরল্যান্ডোকে।  
আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'লা নেসিওন'-কে অরল্যান্ডো  সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর চোখে দিয়েগো মারাদোনা এখনও সেরা। লিও মেসিকে তিনি অপছন্দ করেন না তবে কথাবার্তা শুনে মনে হয় তিনি খুব একটা পছন্দও করেন না মেসিকে। 

বার্সার জার্সিতে মেসির খেলা তিনি দেখেছেন। কিন্তু সেই সময়ে রেফারির আনুকূল্য এলএম ১০ পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন। তাছাড়া বার্সায় সেই সময়ে দুর্দান্ত সব খেলোয়াড়রা খেলতেন। অরল্যান্ডো বলেছেন, ''বার্সেলোনায় খেলার সময়ে মেসিকে প্রতিপক্ষের কেউ স্পর্শ করলেই রেফারি ফাউলের জন্য বাঁশি বাজাতেন। তাছাড়া বেশ ভাল ফুটবলার খেলত সেই সময়ে।'' 

মেজর লিগ সকার নিয়ে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার। তিনি বলেছেন, ''২০২৬ বিশ্বকাপে মেসি খেলতেই পারে। তবে মেসিকে দলে নেওয়া হলে আর্জেন্টিনা কিন্তু একজন কম নিয়ে খেলতে নামবে। ও তো আমেরিকায় চাষীদের লিগে খেলে।'' 

বিশ্ব ফুটবলের প্রায় সব খেতাবই জেতা হয়ে গিয়েছে মেসির। এরপরেও দেশের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারই কটাক্ষ করছেন ভুবনজয়ী তারকাকে।