আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই ক্রিকেট দুনিয়ায় বিরাট দুঃসংবাদ। মাদক সহ ধরা পড়ার অভিযোগে পুলিশি হেফাজতে কানাডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন। এই ঘটনায় বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। জামাইকা গ্লিনারে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বার্বাডোজের গ্রান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) গাঁজা সহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বার্বাডোজের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দুই আউন্স (প্রায় ৫৭ গ্রাম) গাঁজা ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা অপরাধ নয়। 

 

তবে, সেটা জনসমক্ষে বহন করাটা নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানার শাস্তি রয়েছে। কিন্তু, কানাডা দলের অধিনায়ক কির্টনের কাছে যে পরিমাণ পাওয়া গেছে, তা অনুমোদিত সীমার প্রায় ১৬০ গুণ বেশি। এ কারণে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ২৬ বছর বয়সী নিকোলাসের জন্ম বার্বাডোজেই। সেখানকার অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি। তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের অংশও ছিলেন, যদিও সেসময়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে তাঁর মা কানাডিয়ান হওয়ায় তিনি পরবর্তীকালে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন।

 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিকোলাসের। ২০২৪ সালের জুলাইয়ে কানাডার তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এখনও পর্যন্ত তিনি ২১টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং যথাক্রমে ৫১৪ ও ৬২৭ রান করেছেন। তাঁর নামের পাশে মোট সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। এই ঘটনার পর ক্রিকেট কানাডা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কির্টনের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে আমরা অবগত। বিষয়টি আমরা সবসময় নজরে রাখছি। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী আপডেট দেওয়া হবে’।