আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দৌড়ে প্রবলভাবে রয়েছেন তিনি। মঙ্গলবার ইডেনে শতরান করে মুম্বইকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তোলেন অজিঙ্ক রাহানে। আইপিএলে ক্রিকেটের নন্দনকাননই এবার তাঁর হোম গ্রাউন্ড। প্রথমে মেগা নিলামে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি। তারপর বেস প্রাইজে রাহানেকে নেয় কেকেআর। এবার কি নাইটদের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে? মঙ্গলবার ইডেন ছাড়ার আগে তার জবাব দেন মুম্বইয়ের অধিনায়ক। রাহানে বলেন, 'এই বিষয়ে এখনও কোনও কথা হয়নি। আমরা কেউ কিছু জানি না। আমার আগেই আপনারা খবর পেয়ে যাবেন। তারপর আমাকে শুভেচ্ছা জানাবেন।' 

শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি‌ এখনও অধিনায়ক বেছে নেয়নি। তবে এবার দলে যারা রয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রাহানে। আইপিএলে তো অবশ্যই, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। সেই কারণেই কিছুটা হলেও এগিয়ে তিনি। এদিন জানিয়ে দেন, তাঁর সঙ্গে নেতৃত্ব নিয়ে এখনও কোনও কথা হয়নি ফ্র্যাঞ্চাইজির। তবে কেকেআর তাঁকে অধিনায়ক করলে, সেই দায়িত্ব সামলাতে মানসিকভাবে তৈরি রাহানে। সেটা স্পষ্ট জানিয়ে দেন মুম্বইয়ের অধিনায়ক। রাহানে বলেন, 'আমার সব ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আছে। আগে অধিনায়কত্ব করেছি। কোন পরিস্থিতি কীভাবে সামলাতে হয় আমি জানি। দায়িত্ব নিতে আমি তৈরি। অধিনায়ক হিসেবে আমার কাজ হবে দলের প্লেয়ারদের সেরাটা বের করে আনা।' দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য। কিন্তু এখনও আশা ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন রাহানে। এখনও দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখা ছাড়েননি। তবে তার আগে পাখির চোখ রঞ্জি। মুম্বইকে আরও একবার চ্যাম্পিয়ন করতে মরিয়া রাহানে।