আজকাল ওয়েবডেস্ক:‌ জাতীয় স্তরের খেলোয়াড়দের একী অবস্থা!‌ কেন্দ্রীয় সরকার জাতীয় ক্রীড়ানীতি তৈরি করেছেন। কিন্তু ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা ও সেই খেলার সঙ্গে যুক্ত থাকা প্লেয়ারদের অবস্থা আজও বদলায়নি। যার প্রমাণ ফের পাওয়া গেল।


ট্রেনের সাধারণ কামরার শৌচাগারের সামনে বসে স্কুল পর্যায়ের জাতীয় কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে উত্তরপ্রদেশ গেলেন ওড়িশার ১৮ জন কুস্তিগির। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। 


প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এবার বসেছে জাতীয় স্কুল কুস্তি প্রতিযোগিতা। যোগ্যতার ভিত্তিতে সেখান অংশ নিচ্ছেন ওড়িশার ১০ জন ছেলে এবং ৮ জন মেয়ে। যাতায়াত–সহ যাবতীয় ব্যবস্থার দায়িত্বে ছিল সে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তর। কিন্তু সেই কাজে ব্যর্থ তারা। তরুণ খেলোয়াড়দের ট্রেনের টিকিটই নিশ্চিত করতে পারেনি তারা। এর ফলে প্রবল ঠান্ডায়, সাধারণ কামরায় শৌচাগারের সামনে বসে উত্তরপ্রদেশে যেতে হল ওই কুস্তিগিরদের। এমনকী প্রতিযোগিতা শেষে একই ভাবে ঘরে ফেরেন তাঁরা।


এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা বিরক্ত ও ক্ষুব্ধ। অনেকেরই প্রশ্ন, কেন অপরিষ্কার ট্রেন শুয়ে–বসে যেতে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের? আঙুল উঠেছে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তরের দিকে। দপ্তর সূত্রে খবর, ১৮ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ৪ জনের টিকিট কনফার্ম হয়েছিল। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে ওড়িশার বিজেপি সরকার। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি সরকার পক্ষ দেয়নি। 

এদিকে, বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিজয় হাজারে ট্রফি। রোহিত, বিরাট তো বটেই ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের তারকাদের খেলতে দেখা যাবে। ফলে ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বেড়েছে।


বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে অন্তত দুটি করে ম্যাচ খেলতেই হবে তারকা ক্রিকেটারদের। আর তাই রোহিত, বিরাটরা খেলছেন। তাছাড়া ১১ জানুয়ারি থেকে টিম ইন্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। তাই ম্যাচ অনুশীলনও হয়ে যাবে রো–কো জুটির। এটা ঘটনা, ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাটকে। রোহিতও দীর্ঘদিন পর খেলবেন এই টুর্নামেন্ট। যার ফলে এই টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে।