এই ৫ রাশির ওপর সর্বদা প্রসন্ন থাকেন শনিদেব, আপনিও আছেন কি সেই তালিকায়?
নিজস্ব সংবাদদাতা
২০ ডিসেম্বর ২০২৫ ১৬ : ৫৯
শেয়ার করুন
1
7
বৈদিক জ্যোতিষে শনি দেবকে কর্ম, শৃঙ্খলা ও ন্যায়ের অধিপতি হিসেবে গণ্য করা হয়। শনি সহজে ফল দেন না, তবে যাঁরা ধৈর্য, পরিশ্রম ও সততার পথে চলেন, তাঁদের জীবনে তিনি দীর্ঘস্থায়ী সাফল্য ও স্থিতি প্রদান করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশি রয়েছে, যেগুলির উপর শনির কৃপা তুলনামূলকভাবে বেশি লক্ষ করা যায়।
2
7
মকর রাশি: মকর রাশির অধিপতি হলেন শনি দেব। এই রাশিতে শনি নিজগৃহে অবস্থান করেন, ফলে মকর রাশির জাতকরা স্বভাবতই শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ হন- যা শনির মূল গুণাবলির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
3
7
কুম্ভ রাশি: কুম্ভ রাশিও শনির নিজস্ব রাশি। এই রাশিতে শনি মানবকল্যাণ, বুদ্ধিবৃত্তিক চিন্তা, সামাজিক দায়িত্ববোধ ও শৃঙ্খলাপূর্ণ স্বাধীনতার বিকাশ ঘটান।
4
7
তুলা রাশি: তুলা রাশিতে শনি উচ্চস্থানে অবস্থান করেন। ফলে এই রাশির জাতকদের মধ্যে ন্যায়বোধ, ভারসাম্য, কূটনৈতিক দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মর্যাদা অর্জনের প্রবণতা দেখা যায়।
5
7
বৃষ রাশি: বৃষ, শনির বন্ধু রাশি হিসেবে পরিচিত। এই রাশিতে শনি ধৈর্য, স্থায়িত্ব, বাস্তববাদিতা ও দীর্ঘমেয়াদি আর্থিক সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করেন।
6
7
কন্যা রাশি: কন্যা একটি বাস্তবধর্মী রাশি, যেখানে শনি বিশেষভাবে স্বচ্ছন্দ। এখানে শনি সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা, পরিশ্রমী মনোভাব, সেবাধর্মী মানসিকতা ও পেশাগত সাফল্য প্রদান করেন।
7
7
শনি কর্ম, শৃঙ্খলা ও ন্যায়ের গ্রহ। তাঁর পরীক্ষাগুলি কঠিন হলেও, যারা সততা, ধৈর্য ও দায়িত্ববোধের সঙ্গে জীবন পরিচালনা করেন, তারা শেষ পর্যন্ত শনির আশীর্বাদে স্থায়ী সাফল্য ও শক্তি লাভ করেন।