আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে পাঁচ উইকেট। টি–টোয়েন্টি ক্রিকেটে বিরল নজির গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেডে প্রিয়ানদানা। তিনিই প্রথম বোলার যিনি টি–টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে বিরল রেকর্ড তৈরি করলেন।
মঙ্গলবার এই রেকর্ড করেন তিনি। জানা গেছে, ম্যাচে তিনি এক ওভারই করেছিলেন। তাঁর এই বোলিংয়ের সুবাদেই ইন্দোনেশিয়া ৬০ রানে হারিয়ে দিয়েছে কম্বোডিয়াকে।
কম্বোডিয়ার লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬৮ রান। ১৫ ওভার শেষে কম্বোডিয়ার রান ছিল পাঁচ উইকেটে ১০৬/৫। আর প্রিয়ানদানার ওভার শেষে কম্বোডিয়া অলআউট হয়ে যায় ১০৭ রানে।
তিনি যখন বল করতে আসেন তখন পাঁচ ওভারে ৬১ রান দরকার ছিল কম্বোডিয়ার। এরপরই শুরু প্রিয়ানদানা ম্যাজিক। প্রথমেই তিনি ফেরান ওপেনার শাহ আবরার হুসেনকে (৩৭)। এরপরেই শূন্য রানে ফিরে যান নির্মলজিৎ সিং। চ্যান্টন রত্নায়েকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রিয়ানদানা। চতুর্থ বলে এক রান দেন। পরের দুই বলে তিনি ফেরান মোগডারা সক ও পেল ভানাককে।
অলরাউন্ডার প্রিয়ানদানার এটি দেশের হয়ে ৬৩ তম টি–টোয়েন্টি ম্যাচ। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪/৮ বনাম মায়ানমার।
ঘরোয়া ক্রিকেটে অবশ্য এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির আছে। বাংলাদেশের আল আমিন হোসেন ও ভারতের প্রাক্তন পেসার অভিমন্যু মিঠুন এই নজির গড়েছিলেন। মিঠুনের নজির ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। তবে আন্তর্জাতিকে ক্রিকেটে এই নজির প্রথম গড়লেন প্রিয়ানদানা।
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে জাপানের বিরুদ্ধে প্রথম টি–টোয়েন্টি খেলেছিল ইন্দোনেশিয়া। আর প্রিয়ানদানা শুরু থেকেই খেলছেন। এখনও অবধি ৬৩ ম্যাচে তিনি ১০৪০ রান করেছেন। দুটো অর্ধশতরান রয়েছে। নিয়েছেন ২৪ উইকেট।
এদিকে, বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিজয় হাজারে ট্রফি। রোহিত, বিরাট তো বটেই ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের তারকাদের খেলতে দেখা যাবে। ফলে ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বেড়েছে।
বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে অন্তত দুটি করে ম্যাচ খেলতেই হবে তারকা ক্রিকেটারদের। আর তাই রোহিত, বিরাটরা খেলছেন। তাছাড়া ১১ জানুয়ারি থেকে টিম ইন্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। তাই ম্যাচ অনুশীলনও হয়ে যাবে রো–কো জুটির। এটা ঘটনা, ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাটকে। রোহিতও দীর্ঘদিন পর খেলবেন এই টুর্নামেন্ট।
