'দু'জন লোক মিলে...,' রাত ৩টের সময় হেনস্থা উরফি জাভেদকে! ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে?
নিজস্ব সংবাদদাতা
২৩ ডিসেম্বর ২০২৫ ১৪ : ৫৭
শেয়ার করুন
1
6
বলিউডের অন্যতম বিতর্কিত এবং চর্চিত নাম উরফি জাভেদ। তাঁর অদ্ভুত সব পোশাক আর সোজাসাপ্টা কথাবার্তার জন্য তিনি সবসময়ই থাকেন সংবাদ শিরোনামে। তবে এবার কোনও ফ্যাশন বা বিতর্কের কারণে নয়, বরং গভীর রাতে থানায় গিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই মডেল-অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের একটি থানায় রাত ৩টের সময় উপস্থিত হন উরফি, যা নিয়ে বলিপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
2
6
উরফি জাভেদ মুম্বই সংবাদমাধ্যমকে জানান, ২২ ডিসেম্বর ভোর সাড়ে ৩টের দিকে এক অচেনা ব্যক্তি প্রায় ১০ মিনিট ধরে তাঁর দরজার বেল বাজায়। পরে তিনি জানতে পারেন যে, একজন নয়, দু'জন তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল এবং সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। এরপর উরফিকে পুলিশের সাহায্য নিতে হয়। পুলিশ আসার পরেই ওই দুই ব্যক্তি তাঁর বাড়ি থেকে পালিয়ে যায়।
3
6
উরফি জানান, যখন দু'জন লোক ১০ মিনিট ধরে তাঁর দরজার বেল বাজাচ্ছিল, তখন তিনি বাইরে গিয়ে দেখতে যান। তাদের মধ্যে একজন উরফিকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিতে বলে। অন্য আরেকজন এক কোণে দাঁড়িয়ে ছিল। উরফি বলেন, "আমি লোকটিকে চলে যেতে বলি, কিন্তু সে রাজি হয়নি। আমি পুলিশে ফোন করার হুমকি দেওয়ার পরেই সে চলে যায়।" এরপরে তিনি আর দেরি না করে পুলিশের দ্বারস্থ হন।
4
6
থানা থেকে বেরিয়ে আসার পর উরফি জানান,একজন নারী হিসেবে তিনি সেই মুহূর্তে অত্যন্ত অনিরাপদ বোধ করছিলেন। পুলিশ তৎক্ষণাৎ তাঁর অভিযোগ গ্রহণ করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। মুম্বাই পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
5
6
এই প্রথম নয়, এর আগেও বহুবার অনলাইন ট্রোলিং এবং সরাসরি হুমকির শিকার হয়েছেন উরফি। তবে এবারের ঘটনাটি নিরাপত্তার সাথে যুক্ত হওয়ায় ভক্তরা বেশ উদ্বিগ্ন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় উর্ফির সাহসিকতার প্রশংসা করেছেন যে, তিনি ভয় না পেয়ে সরাসরি আইনের সাহায্য নিয়েছেন।
6
6
উরফি জাভেদ বরাবরই নিজের শর্তে বাঁচাৎ বিশ্বাসী। কিন্তু একজন 'পাবলিক ফিগার' হওয়ার কারণে তাঁকে প্রায়ই বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে হয়। মাঝরাতের এই ঘটনাটি আবারও শহরের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। আপাতত পুলিশি তদন্ত জারি রয়েছে এবং উরফিকে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।