মঙ্গলবার বিশ্ববাজার ও দেশীয় বাজার—দুই ক্ষেত্রেই সোনা ও রুপো তাদের রেকর্ড-ব্রেকিং যাত্রা অব্যাহত রাখল। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা এবং আগামী বছর মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কাটের প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর দামে।
2
9
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারি ডেলিভারির সোনা ফিউচার্স মঙ্গলবার ১,৬৩৭ টাকা বা ১.২ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে সর্বকালীন উচ্চতা ১,৩৮,৩৮১ টাকায় পৌঁছেছে।
3
9
এটি টানা দ্বিতীয় সেশনে সোনার নতুন রেকর্ড। একইসঙ্গে, মার্চ ২০২৬ ডেলিভারির রুপো ফিউচার্স টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী থেকে ৩,৭২৪ টাকা বা ১.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে রেকর্ড ২,১৬,৫৯৬ টাকায় পৌঁছেছে।
4
9
আন্তর্জাতিক বাজারেও একই চিত্র। কমেক্সে ফেব্রুয়ারি ডেলিভারির সোনা ফিউচার্স ৬১.৪ ডলার বা ১.৩৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে নতুন সর্বোচ্চ ৪,৫৩০.৮ ডলারে লেনদেন হয়েছে। একইসঙ্গে রুপো প্রথমবারের মতো ৭০ ডলারের গণ্ডি পেরিয়ে ২.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৭০.১৫ ডলারে পৌঁছেছে।
5
9
মার্কিন মুদ্রানীতিতে শিথিলতার প্রত্যাশা এবং বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার জেরে সোনা এই বছর ৫০তমবারের মতো নতুন রেকর্ড গড়েছে। বাজার বর্তমানে আগামী বছরে ফেডের দুই দফা ২৫ বেসিস পয়েন্ট সুদহার কাটের সম্ভাবনা মূল্যায়ন করছে, কারণ মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে এবং কাজের বাজার শীতল হওয়ার ইঙ্গিত মিলছে।
6
9
বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপির দ্বিতীয় অনুমানের দিকে চলছে। এটি অর্থনীতির ক্ষেত্রে এবং ভবিষ্যৎ মুদ্রানীতির পথ সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।
7
9
এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা উত্তেজনাও নিরাপদ আশ্রয় হিসেবে সোনা–রুপোর চাহিদা বাড়িয়েছে। ওয়াশিংটনের নৌ অবরোধ জোরদার করা এবং পরপর তেল ট্যাংকার আটকানোর ঘটনায় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
8
9
চলতি বছরে সোনার দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে শক্তিশালী বার্ষিক উত্থানের পথে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর ধারাবাহিক ক্রয় এবং ইটিএফে স্থায়ী প্রবাহ এই অবস্থাকে আরও মজবুত করেছে।
9
9
ফলে ২০২৫ সালের শেষদিকে সোনা ও রুপো বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় নিরাপদ সম্পদ হিসেবে নিজেদের জায়গা আরও শক্ত করছে।