বাস্তু শাস্ত্র অনুযায়ী ঘরের পরিবেশ আমাদের মন, স্বাস্থ্য ও ভাগ্যের উপর প্রভাব ফেলে। শুধু ঘরের রং বা আসবাব নয়, ঘরে রাখা ইনডোর গাছও পজিটিভ এনার্জি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
2
9
সঠিক গাছ ঠিক জায়গায় রাখলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে, মানসিক শান্তি আসে এবং ধন-সম্পদের পথ খুলে যায়। ঠিক তেমনি বাস্তুর নিয়ম না মানলে সংসারে অশান্তির পিছু ছাড়ে না।২০২৬ সালে কোন কোন গাছ ঘরে রাখলে ভাল ফল পাওয়া যেতে পারে জেনে নিন।
3
9
বাস্তু মতে, সবচেয়ে জনপ্রিয় গাছ হল মানি প্লান্ট। নাম থেকেই বোঝা যায়, এই গাছকে আর্থিক উন্নতির প্রতীক ধরা হয়। মানি প্ল্যান্ট ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখলে অর্থনৈতিক স্থিতি ভাল থাকে বলে মনে করা হয়। বসার ঘর বা ডাইনিং এলাকায় এটি রাখতে পারেন। তবে গাছটি যেন শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
4
9
লাকি ব্যাম্বু সৌভাগ্য, সুখ ও পজিটিভ শক্তির প্রতীক। বাস্তু মতে, এই গাছ পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে রাখলে শুভ ফল দেয়। অফিস ডেস্ক বা বসার ঘরে রাখলে কাজের মনোযোগ ও সাফল্য বাড়ে বলে বিশ্বাস।
5
9
তুলসী গাছ বাস্তু ও ধর্মীয়-দু’দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। তুলসী ঘরের বাতাস শুদ্ধ করে এবং মানসিক শান্তি এনে দেয়। বাস্তু মতে, তুলসী গাছ উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখা ভাল। তুলসী গাছে নিয়মিত জল দেওয়া ও পরিষ্কার রাখা খুব দরকার।
6
9
জেড প্লান্ট বা ক্র্যাসুলা গাছকেও ধন-সম্পদের প্রতীক ধরা হয়। এর গোল পাতা অর্থ ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় বলে বিশ্বাস। এই গাছটি ঘরের প্রবেশপথের কাছে বা বসার ঘরের উত্তর-পূর্ব কোণে রাখলে শুভ ফল পাওয়া যায়।
7
9
স্নেক প্ল্যান্ট নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বলে মনে করা হয়। পাশাপাশি এটি বাতাসও পরিষ্কার রাখে। শোওয়ার ঘর বা বসার ঘরে এই গাছ রাখা যায়, তবে খুব অন্ধকার জায়গায় নয়।
8
9
পিস লিলি মানসিক শান্তি ও ভারসাম্যের প্রতীক। সাদা ফুল ঘরে প্রশান্ত পরিবেশ তৈরি করে। বসার ঘর বা অফিসে রাখলে মানসিক চাপ কমে বলে বিশ্বাস।
9
9
মনে রাখবেন, শুকনো বা মরা গাছ ঘরে রাখা বাস্তু মতে অশুভ। তাই নিয়মিত গাছের যত্ন নিন। সঠিক গাছ, সঠিক জায়গা ও ভাল পরিচর্যা-এই তিনটি বিষয় মেনে চললে ২০২৬ সালে আপনার ঘরে অর্থ, সুখ ও ইতিবাচক এনার্জি বজায় থাকবে।