আজকাল ওয়েবডেস্ক: শীর্ষে দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা প্রথমবার টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠলেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরেই শীর্ষে চলে এলেন দীপ্তি। অন্যদিকে, একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় স্মৃতি মান্ধানাকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
এটা ঘটনা, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড গত আগস্ট থেকে টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ২০/১ বোলিং ফিগারের সুবাদে শীর্ষে চলে এলেন দীপ্তি।
র্যাঙ্কিংয়ে পাঁচ পয়েন্ট উঠেছেন তিনি। সাদারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তিনি আছেন শীর্ষস্থানে।
এদিকে, একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় মান্ধানাকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন উলভার্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরানেই সুবাদেই ফের শীর্ষস্থান ফিরে পেলেন উলভার্ট।
অন্যদিকে টি–টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ভারতের জেমাইমা রডরিগেজ আছেন নয় নম্বরে। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠেছেন তিনি। তিনে আছেন মান্ধানা। শেফালি ভার্মা আছেন দশ নম্বরে।
এদিকে, বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিজয় হাজারে ট্রফি। রোহিত, বিরাট তো বটেই ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের তারকাদের খেলতে দেখা যাবে। ফলে ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বেড়েছে।
বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে অন্তত দুটি করে ম্যাচ খেলতেই হবে তারকা ক্রিকেটারদের। আর তাই রোহিত, বিরাটরা খেলছেন। তাছাড়া ১১ জানুয়ারি থেকে টিম ইন্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। তাই ম্যাচ অনুশীলনও হয়ে যাবে রো–কো জুটির। এটা ঘটনা, ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাটকে। রোহিতও দীর্ঘদিন পর খেলবেন এই টুর্নামেন্ট।
রোহিত যেমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের হয়ে প্রথম দুটি ম্যাচ তিনি খেলবেন। ২৪ ও ২৬ ডিসেম্বর জয়পুরে মুম্বইয়ের প্রতিপক্ষ সিকিম ও উত্তরাখণ্ড। ওই দুটি ম্যাচ খেলবেন হিটম্যান। তবে বিরাট এখনও জানাননি কোন দুটি বা তিনটি ম্যাচ তিনি খেলবেন। মুম্বইয়ে কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে অনুশীলন করছেন তিনি।
দিল্লির খেলা অবশ্য বেঙ্গালুরুতে। অন্ধ্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ঋষভ পন্থদের। সেই ম্যাচ বিরাট খেলবেন কিনা এখনও জানা যায়নি। কারণ বিরাট কোন ম্যাচগুলি খেলবেন তা এখনও জানাননি।
