আর মাত্র কটাদিন। সপ্তাহ ঘুরলেই নতুন বছর। ২০২৬ সালে সংসারে সুখ, সমৃদ্ধি উপচে পড়ুক চাইছেন? তাহলে নতুন বছর শুরুর আগে ঘর থেকে দূর করুন এই জিনিসগুলো। এগুলো ঘরে থাকলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তালিকায় কী কী রাখবেন? ছবি- সংগৃহীত
2
6
বন্ধ হওয়া ঘড়ি: যে ঘড়ি চলছে না, ব্যাটারি পরির্বতন করেও ঘড়ির কাঁটা ঘুরছে না, বা ভেঙে গিয়েছে সেটা বাড়ি থেকে বের করে দিন। বন্ধ থাকা ঘড়ি আপনার কাজে দেরি ঘটায়। ব্যাড লাক বয়ে আনে। উন্নতি হতে দেয় না। ছবি- সংগৃহীত
3
6
ভেঙে যাওয়া জিনিস: ভেঙে যাওয়া ঠাকুরের মূর্তি বা অন্য কোনও ভাঙা জিনিস ঘরে রাখবেন না। বাস্তু অনুযায়ী মনে করা হয়, ভাঙাচোরা জিনিস নেতিবাচক উর্জা ছড়ায়। এটি সরাসরি পরিবারের সবার মানসিক স্বাস্থ্যে উপর নেতিবাচক প্রভাব ফেলে। ছবি- সংগৃহীত
4
6
খারাপ বা বন্ধ হওয়া ইলেকট্রিক জিনিস: কোনও ইলেক্ট্রনিক্স জিনিস যা বন্ধ হয়ে গিয়েছে সেটা কখনও ঘরে রাখবেন না। এতে রাহুর কুপ্রভাব পড়ে। ঘরের ঝগড়া, অশান্তি কখনও বন্ধ হয় না। ছবি- সংগৃহীত
5
6
ভাঙা কাচের জিনিস: ভাঙা কাচ বা আয়না বাড়িতে থেকে থাকলে সেটাও বের করে দেবেন। ঘরে ভাঙা কাচের জিনিস থাকার অর্থই হল সেটা দারিদ্রতাকে আকর্ষণ করে। ছবি- সংগৃহীত
6
6
ছেঁড়া-ফাটা জুতো: পুরনো, ছেঁড়া বা ফেটে যাওয়া জুতো ফেলে দেবেন নতুন বছর শুরুর আগে। যে জুতো আর কাজে লাগে না সেটা ঘরে সাজিয়ে রাখবেন না। এতে উন্নতিতে নেতিবাচক প্রভাব পড়ে। দরজার সামনে জুতো না রাখাই ভাল। ছবি- সংগৃহীত