আজকাল ওয়েবডেস্ক: ধীরে ধীরে নামছে তাপমাত্রা। গুটি গুটি পায়ে আসছে শীত। ইতিমধ্যে ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া, ত্বকের খসখসে ভাব- ত্বকের সব লক্ষণই জানান দিচ্ছে জাঁকিয়ে শীত পরতে আর বেশি দেরি নেই। আসলে আবহাওয়া পরিবর্তনের প্রভাব সবচেয়ে ভাল বোঝা যায় ত্বকে। তাই শীতে ত্বকের বাড়তি যত্ন নেওয়া দরকার। যার জন্য নামীদামি ক্রিম নয়, বাড়িতে তৈরি নাইট ক্রিমেই ভরসা রাখতে পারেন।
বাড়িতে নাইটক্রিম বানাতে আপনার প্রয়োজন আমন্ড, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। সঙ্গে লাগবে গোলাপ জল, আমন্ড অয়েল, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল।
প্রথমে ১০-১২টা আমন্ড নিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। তারপরে মিক্সিতে দিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে একটা পরিষ্কার বাটিতে তুলে রেখে, তাতে ২ চা চামচ আমন্ড অয়েল, ২ চা চামচ অ্যালোভেরা জেল, ২ টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে আমন্ডের পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে একটা কৌটয় ভরে ফ্রিজে রাখলেই তৈরি ঘরে তৈরি নাইট ক্রিম।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নাইট ক্রিম ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, শুষ্ক ত্বকের সঙ্গে লড়াই করে। ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের সমস্যা কমায়। একইসঙ্গে প্রতিরোধ করে অকাল বার্ধক্য।
