আজকাল ওয়েবডেস্কঃ নাকের উপর বা ঠোঁটের নীচে কালো দাগ দেখা দিচ্ছে? এমনকি তা দিনের পর দিন বেড়েই চলেছে। বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে? আসলে ব্ল্যাক হেডস জমে জমে কালো দাগ তৈরি করছে। কিন্তু সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে টাকা খরচা। তাই বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলুন। কীভাবে ঘরোয়া উপায়ে কোনও টাকা খরচা ছাড়াই ব্ল্যাক হেডস তুলে ফেলবেন, তা জেনে নিন। 

একটি পাত্রে এক চামচ ঘি নিতে হবে। সঙ্গে দু'চামচ বেসন ও হাফ চামচ কস্তুরী হলুদ নিন। নাক ও মুখের ব্ল্যাকহেডস ও কালচে দাগের জায়গায় লাগিয়ে রাখুন এই মিশ্রণটি। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক বা অ্যাকনের সমস্যা থাকলে ঘি উপকার দেয় না। শুষ্ক ত্বকে এটি উপকারি। তবে ঘিতে থাকা ভিটামিন এ, ডি, ই ও কে খুবই উপকারি ত্বকের জেল্লার জন্য। বয়সের সঙ্গে সঙ্গে বলিরেখা পড়তে বাধ্য। কিন্তু তার গতি কমিয়ে দিতে পারে ঘি। ঘিয়ে থাকা ভিটামিন ই ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। রোজ ঘি লাগালে বলিরেখা দেরিতে পড়ে। কস্তুরি হলুদ ব্রণ দূর করে, ট্যান দূর করে এবং ডার্ক সার্কেলের সমস্যা কমিয়ে দেয়। কস্তুরি হলুদের মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। যদি নিয়মিত কস্তুরি হলুদের ফেসপ্যাক ব্যবহার করেন, তাহলে ত্বকের যাবতীয় দাগছোপ দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।