নতুন বছর যে সবার জন্য শুভ সূচনা নিয়ে আসতে চলেছে এমনটা একেবারেই নয়। বরং ২০২৬ এর গোড়াতেই বেজায় বিপদে পড়তে হতে পারে ৫ রাশিকে। আগামী ১৩ ফেব্রুয়ারি মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে সমস্ত গ্রহদের রাজা সূর্য। আর সেখানে আগে থেকেই অবস্থান করে থাকবে রাহু। আর এই দুই গ্রহ জোট বেঁধে তৈরি করবে গ্রহণ যোগ। যার জেরে দুর্যোগের কালো ছায়া ঘনিয়ে আসবে ৫ রাশির উপর। ছবি- সংগৃহীত
2
6
মেষ: চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা লেগেই থাকবে। তৈরি হবে একের পর এক সমস্যা। বারংবার মনে আঘাত পাবেন। আর্থিক বিনিয়োগ করলে ক্ষতি নিশ্চিত। তাই কথা বলা বা বিনিয়োগ করার আগে সতর্ক হন। ছবি- সংগৃহীত
3
6
মিথুন: স্বাস্থ্য মোটেই ভাল যাবে না এই রাশির জাতকদের। অজানা ভয়ে ভীত থাকবে মন। বারংবার ভুল করবেন সামান্য থেকে সামান্য কাজেও। বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রায় হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে না ভেস্তে যেতে পারে। ছবি- সংগৃহীত
4
6
সিংহ: ৫ রাশির মধ্যে এই রাশির জাতকদের জন্য সবথেকে বেশি ক্ষতিকর হতে চলেছে গ্রহণ যোগ। বৈবাহিক জীবনে একের পর এক ঝড় আসবে। সম্পর্ক দারুণ খারাপ হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করলে, সঙ্গী ঠকাতে পারে। ঝগড়া, বিতর্কে অহরহ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
5
6
বৃশ্চিক: আরাম, আয়েস ভুলেই যান। জীবনে এই সময় একের পর এক বাধা, বিপত্তির সম্মুখীন হতে হবে। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র চলতে পারে। কেবল কর্মক্ষেত্র নয়, বাড়িতেও অশান্তি, ঝামেলা হবে। পথেঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ছবি- সংগৃহীত
6
6
কুম্ভ: কুম্ভ রাশিতে যেহেতু এই যোগ তৈরি হচ্ছে তাই তার কুপ্রভাব এই রাশির জাতকদের উপর পড়বে। রাগ, বিরক্তিভাব বেড়ে যাবে। সামান্য কিছুতেই খিটখিট করবেন। আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকবে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যার খেসারত বিপুল হবে। ছবি- সংগৃহীত