'বর্ধমানের জামাই' ইউনূস? বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন ইউনূসের প্রথম স্ত্রী, রোজ'ই নাকি ইউনূস.....
- 1
- 11
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুধু রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নয়, তাঁর ব্যক্তিজীবন ঘিরেও নতুন করে আলোচনার ঝড় উঠেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আগস্ট মাসে ক্ষমতার কেন্দ্রে ফিরে আসা ৮৪ বছরের ইউনূস এখন একদিকে সংস্কার ও প্রশাসনিক পুনর্গঠনের মুখ, অন্যদিকে তাঁর পারিবারিক ইতিহাস ও ঘনিষ্ঠ মহল নিয়ে নানা গুঞ্জনের কেন্দ্রে। ছবি: সংগৃহীত
- 2
- 11
ড. ইউনূসের ব্যক্তিজীবনের প্রথম অধ্যায় শুরু হয় ষাটের দশকের শেষদিকে। ১৯৬৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে তাঁর পরিচয় হয় রুশ নাগরিক ভেরা ফোরেস্টেনকোর সঙ্গে। বন্ধুত্ব থেকে সম্পর্ক, এবং দীর্ঘ তিন বছরের প্রেমের পর ১৯৭০ সালে তাঁদের বিয়ে। ছবি: সংগৃহীত
- 3
- 11
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে ইউনূস ও ভেরা দেশে ফিরে আসেন। কয়েক বছর তাঁদের সংসার ছিল স্বাভাবিক ও শান্ত। ১৯৭৭ সালে জন্ম নেয় তাঁদের মেয়ে মোনিকা ইউনূস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্য সম্পর্কে প্রায় রোজ'ই ঝামেলা শুরু হয়। শেষ পর্যন্ত ভেরা বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে যান মাত্র তিন মাস বয়সী মোনিকাকে সঙ্গে নিয়ে। ছবি: সংগৃহীত
- 4
- 11
বিচ্ছেদের পর ভেরা ও ইউনূসের যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। মোনিকার শৈশব কেটেছে বাবাকে প্রায় না দেখেই। তবে বহু বছর পর, ২০০৪ সালে মোনিকা নিজ উদ্যোগে বাবার সঙ্গে যোগাযোগ করেন। পরের বছর, ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
- 5
- 11
ভেরার জীবন নিয়েও নানা আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, রাশিয়ার বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই সূত্রেই ইউনূসের বিভিন্ন প্রকল্পে রুশ ফান্ডিং-এর পথ প্রশস্ত হয়েছিল। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নথিভিত্তিক তথ্য প্রকাশ্যে আসেনি। ছবি: সংগৃহীত
- 6
- 11
মোনিকা ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপেরা শিল্পী। নিউইয়র্কের একাধিক বড় অপেরা কোম্পানির সঙ্গে তিনি কাজ করেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হলেও, পরে সেসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় বলে জানা যায়। ছবি: সংগৃহীত
- 7
- 11
প্রথম বিচ্ছেদের কয়েক বছর পর ড. ইউনূসের জীবনে আসে নতুন অধ্যায়। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের গবেষক আফরোজি বেগমের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম। আফরোজির বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রানিগঞ্জে। বিয়ের পর তিনি বাংলাদেশে এসে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ছবি: সংগৃহীত
- 8
- 11
ড. ইউনূস ও আফরোজির একটি কন্যাসন্তান রয়েছে, দিনা আফরোজ ইউনূস, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই থাকেন বলে জানা যায়। ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বর্ধমানের রানিগঞ্জে আফরোজির পরিবারে আনন্দের আবহ তৈরি হয়। ছবি: সংগৃহীত
- 9
- 11
ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর যেসব উপদেষ্টা নিয়োগ করেছেন, তা নিয়েও রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা চলছে। স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নুরজাহান বেগমের নিয়োগ ঘিরে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ পদে থাকা নুরজাহান দীর্ঘদিন ধরেই ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘনিষ্ঠতাকে ঘিরে কিছু মহলে জল্পনা থাকলেও, সরকারিভাবে একে নিছক পেশাগত সম্পর্ক হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত
- 10
- 11
একইভাবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদের নিয়োগ নিয়েও নানা মন্তব্য শোনা যাচ্ছে। সমালোচকদের একাংশ এই নিয়োগকে ‘ঘনিষ্ঠ মহলকে অগ্রাধিকার’ দেওয়ার উদাহরণ হিসেবে দেখালেও, ইউনূস শিবিরের দাবি দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত
- 11
- 11
