বছরের শেষ দিনে জন্মসংখ্যা অনুযায়ী করুন এই সহজ টোটকা। বাধা বিপত্তি, সমস্যা যেমন দূর হবে, তেমনই চলতি বছরের কোনও খারাপ অভ্যাস, রাগ নিয়ে নতুন বছরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। ছবি- সংগৃহীত
2
10
জন্মসংখ্যা ১: যাঁদের জন্মদিন কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে তাঁরা এক চিমটে সন্ধক লবণ নিয়ে নিজের চারপাশের একবার ঘুরিয়ে দূরে ফেলে দিন। নেতিবাচকতা জীবন থেকে দূর হবে। ছবি- সংগৃহীত
3
10
জন্মসংখ্যা ২: যাঁদের জন্মদিন কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে তাঁদের কষ্ট, দুঃখে হৃদয় ভারাক্রান্ত হয়ে থাকলে সেটা দূর করার জন্য এক বাটি জলে একটু নুন গুলে হাত ধুয়ে নিন। এতে মন খারাপ, কষ্ট দূর হবে। ছবি- সংগৃহীত
4
10
জন্মসংখ্যা ৩: যাঁদের জন্মদিন কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে তাঁরা বছরের শেষ দিনটিতে নিজের বালিশের নিচে একটা লবঙ্গ রেখে ঘুমান। এতে মাথা ঠান্ডা হবে, ক্লান্তিভাব দূর হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
5
10
জনসংখ্যা ৪: যাঁদের জন্মদিন কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে তাঁরা বদলের যে ভয় পান সেটাকে দূর করতে চাইলে এক চিমটে গোলমরিচ নিয়ে আপনার বাড়ির মূল দরজার সামনে রেখে দিন। মধ্যরাতের পর এটি ফেলে দিন। ছবি- সংগৃহীত
6
10
জন্মসংখ্যা ৫: যাঁদের জন্মদিন কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে তাঁরা অশান্ত স্বভাব এবং মনকে শান্ত করতে, হঠকারিতা কমাতে একটা তেজপাতা নিয়ে কিছুক্ষণ ধরে থাকুন। তারপর মনে মনে একটা ইচ্ছে জানান ভিতরে চলতে থাকা দ্বিধা দ্বন্দ থামানোর জন্য। এরপর এটাকে আলতো করে ছিঁড়ে দিন। ছবি- সংগৃহীত
7
10
জন্মসংখ্যা ৬: যাঁদের জন্মদিন কোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে তাঁরা একটি কাগজে উপর একটি লবঙ্গ রাখুন। এরপর সেই কাগজটাকে আপনার ব্যাগের কাছে রেখে দিন। এতে আপনার এনার্জি দ্রুত ফুরাবে না। ক্লান্তিভাব আসবে না। সবার মন জুগিয়ে চলতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা কাটবে। ছবি- সংগৃহীত
8
10
জন্মসংখ্যা ৭: যাঁদের জন্মদিন কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে তাঁরা এক টুকরো কর্পূর নিয়ে জ্বালিয়ে দিন। এতে ভাবনাচিন্তা যে বারবার জট পেকে যায় সেটা কমবে। কিছু হলেই চুপচাপ হয়ে যাওয়ার প্রবণতা কমবে। ছবি- সংগৃহীত
9
10
জন্মসংখ্যা ৮: যাঁদের জন্মদিন কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে তাঁরা পুরনো রাগ, ক্ষোভ, অভিমান নতুন বছরে বয়ে নিয়ে যেতে না চাইলে একটা পাতিলেবু নিন। তারপর সেটা আপনার দুই হাতে ঘষুন। এবং দরজার বাইরে বা ডাস্টবিনে ফেলে দিন। ছবি- সংগৃহীত
10
10
জন্মসংখ্যা ৯: যাঁদের জন্মদিন কোনও মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে তাঁরা ভীষণ রাগী হন। অল্প কথায় রেগে যান, ধৈর্য হারান। এর জন্য সমস্যায় পড়তে হয়। এটা সমাধান করতে চাইলে এক চিমটে বিটনুন নিজ। সেটা ঘড়ির কাঁটার মতো নিজের চারপাশে ঘুরিয়ে ফেলে দিন। ছবি- সংগৃহীত