গোটা বছর কেমন কাটবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে যায় আপনি ১ জানুয়ারি কীভাবে কাটালেন, কী করলেন তার উপর। তাই ২০২৬ সালটা ভালয় ভালয় কাটানোর জন্য, সুখ, সমৃদ্ধি যাতে সংসারে উপচে পড়ে তার জন্য জন্মসংখ্যা অনুযায়ী বছরের প্রথম দিন কী করা উচিত জেনে নিন। ছবি- সংগৃহীত
2
10
জন্মসংখ্যা ১: যাঁদের জন্মদিন কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে তাঁরা মায়ের থেকে রুপোর চেন নিয়ে সেটা পরুন দুপুর হওয়ার আগেই। এতে ঐশ্বরিক শক্তি অ্যাক্টিভেট হবে। ছবি- সংগৃহীত
3
10
জন্মসংখ্যা ২: যাঁদের জন্মদিন কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে তাঁরা তাঁদের বিছানার পাশে একটা বাটিতে পরিষ্কার জল রাখুন। এতে ২০২৫ এর গ্লানি, কষ্ট, ইত্যাদি দূর হবে। ছবি- সংগৃহীত
4
10
জন্মসংখ্যা ৩: যাঁদের জন্মদিন কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে তাঁরা একটি হলুদ খাবার বস্তু দুপুরের আগে কাউকে দান করুন। এতে বৃহস্পতির আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ছবি- সংগৃহীত
5
10
জনসংখ্যা ৪: যাঁদের জন্মদিন কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে তাঁরা তাঁদের ওয়ালেট বা পার্স বদলান। এতে আয় বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
6
10
জন্মসংখ্যা ৫: যাঁদের জন্মদিন কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে তাঁরা তাঁদের একটি ইচ্ছে পেপারে লিখে রাখুন। এতে মনের ইচ্ছে ইউনিভার্সের কৃপায় দ্রুত পূরণ হবে। ছবি- সংগৃহীত
7
10
জন্মসংখ্যা ৬: যাঁদের জন্মদিন কোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে তাঁরা নিজের যত্ন নিন। যেটা ভাল লাগে সেটা করুন। শুক্রকে অ্যাক্টিভেট করুন। ছবি- সংগৃহীত
8
10
জন্মসংখ্যা ৭: যাঁদের জন্মদিন কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে তাঁরা একটি প্রদীপ জ্বালিয়ে তার সামনে নিশ্চুপ হয়ে বসে থাকুন এতে কেতুর এনার্জি কাজ করবে। মস্তিষ্ক ঠান্ডা থাকবে। ছবি- সংগৃহীত
9
10
জন্মসংখ্যা ৮: যাঁদের জন্মদিন কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে তাঁরা সর্ষের তেলে নিজের ছায়া দেখুন। তারপর সেটা শনিদেবকে অর্পণ করে দিন। এতে শনির চাপ কমবে। ছবি- সংগৃহীত
10
10
জন্মসংখ্যা ৯: যাঁদের জন্মদিন কোনও মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে তাঁরা ওয়ার্ক আউট করুন। চুপচাপ, অলস হয়ে দিন কাটাবেন না। এতে ২০২৬ এর উন্নতি বাধাপ্রাপ্ত হবে। ছবি- সংগৃহীত