ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট আরও ০.২৫ শতাংশ কমিয়েছে। চলতি বছরে সবমিলিয়ে এখনও পর্যন্ত রেপো রেট হ্রাস পেয়েছে ১.২৫ শতাংশ। ফলে বেশিরভাগ ব্যাঙ্ইক ফিক্সড ডিপোজিটের (এফডি) সুদের হার সংশোধন করেছে। সরকারি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ৫ই ডিসেম্বর থেকে তাদের নতুন এফডি সুদের হার কার্যকর করেছে। এখানে মাত্র ১ লক্ষ টাকা জমা রাখলেই আপনি সুদ বাবদ ১৪,৩২৫ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
2
7
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইউনিয়ন ব্যাঙ্কে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য এফডি অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমানে, ব্যাঙ্কটি ২.৭৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় সুদের হার প্রদান করছে। ব্যাঙ্কটির সবচেয়ে উল্লেখযোগ্য স্কিম হল ৪০০ দিনের বিশেষ এফডি, যেখানে গ্রাহকরা ৬.৩০ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ রিটার্ন পেয়ে থাকেন।
3
7
আপনি যদি দুই বছরের জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে ইউনিয়ন ব্যাঙ্ক বিভিন্ন বয়সীদের জন্য সুদের বিশেষ হার নির্ধারণ করেছে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার বার্ষিক ৬ শতাংশ। প্রবীণ নাগরিকদের (৬০-৮০ বছর) জন্য ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হয়। সবচেয়ে বড় সুবিধাটি হল ৮০ বছরের বেশি বয়সীদের জন্য এফডি-তে সুদের হার ৬.৭৫ শতাংশ।
4
7
১,০০,০০০ টাকার বিনিয়োগে রিটার্ন কত হবে? আপনি যদি ইউনিয়ন ব্যাঙ্কের ২-বছরের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে আপনার বয়স অনুযায়ী মেয়াদপূর্তিতে প্রাপ্ত অঙ্কটি বেশ আকর্ষণীয়।
5
7
সাধারণ নাগরিকদের জন্য:- আপনার বয়স যদি ৬০ বছরের কম হয়, তবে আপনি ৬ শতাংশ হারে ২ বছর পর মোট ১,১২,৬৪৯ টাকা পাবেন। আপনার নির্দিষ্ট সুদ হবে ১২,৬৪৯ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য:- ৬০ থেকে ৮০ বছর বয়সী বিনিয়োগকারীরা ১ লক্ষ টাকা বিনিয়োগে ৬.৫০ শতাংশ সুদের হারে মেয়াদপূর্তিতে ১,১৩,৭৬৪ টাকা পাবেন, যার মধ্যে সুদের পরিমাণ হবে ১৩,৭৬৪ টাকা।
6
7
অতি প্রবীণ নাগরিকদের জন্য:- ইউনিয়ন ব্যাঙ্ক ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। এখানে ১ লক্ষ টাকা জমা রাখলে ২ বছর পর মোট ১,১৪,৩২৫ টাকা পাওয়া যাবে, যার মধ্যে নিট সুদের আয় হবে ১৪,৩২৫ টাকা।
7
7
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফডি স্কিম কেন বেছে নেবেন? টানা রেপো রেট কমানোর কারণে অনেক ব্যাঙ্ক তাদের সুদের হার ৫ শতাংশের নীচে নামিয়ে আনলেও, ইউনিয়ন ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক হার প্রদান করে চলেছে। একটি সরকারি ব্যাঙ্ক হওয়ায় বিনিয়োগের ঝুঁকি ন্যূনতম, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারেন। এছাড়াও, ব্যাঙ্কটি উচ্চ সুদের হার প্রদানের মাধ্যমে প্রবীণ ও বয়স্ক নাগরিকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে। আপনি নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ বা আপনার নিকটতম শাখায় গিয়ে তাৎক্ষণিকভাবে আপনার এফডি শুরু করতে পারেন।