আজকাল ওয়েবডেস্ক: বদলে যেতে পারে পুরুষের যৌনাঙ্গের আকার। আগামী এক শতকের মধ্যে অনেকটাই বাড়তে পারে লিঙ্গের গড় দৈর্ঘ্য। সাম্প্রতিক এক গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে এমনই ধারণা করছেন গবেষকদের একাংশ।
পুরুষদের যৌনাঙ্গের আকার নিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। এই সমীক্ষায় দেখা গিয়েছে, গত তিন দশকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য, যা নিয়ে চিন্তিত গবেষকরা। এই সমীক্ষায় ১৯৯২ থেকে ২০২১ পর্যন্ত ৫৫৭৬১ জনের পুরুষাঙ্গের দৈর্ঘ্য পরীক্ষা নথিবদ্ধ করা হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, এই তিন দশকে পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য ৪.৮ ইঞ্চি থেকে বেড়ে ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা এই হারেই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকলে এই শতাব্দী শেষ হওয়ায় আগেই পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি ছড়িয়ে যাবে।
কিন্তু বিষয়টিকে ‘আশঙ্কা’ বলা হচ্ছে কেন? এই গবেষণার মুখ্য গবেষক ড. মাইকেল আইসেনবার্গ জানাচ্ছেন, বিষয়টি মোটেও ভাল নয় মানবসভ্যতার জন্য। কারণ এই দৈর্ঘ্য বৃদ্ধির অর্থ পুরুষদের শরীরে কোনও না কোনও জৈবিক পরিবর্তন আসছে। সেটা ভিতর থেকেও হতে পারে আবার পরিবেশের প্রভাবেও হতে পারে। কিন্তু সমস্যার জায়গা হল, নারীদেহের যোনির আকারে কোনও বদল লক্ষ্য করা যাচ্ছে না। এর অর্থ ভবিষ্যতে সঙ্গমের সময় শারীরিক অসুবিধা তৈরির আশঙ্কা বাড়বে। ফলে সমস্যা হতে পারে বংশবিস্তারেও। তবে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে চান না গবেষকরা। এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেই মত তাঁদের।
