শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটির রসায়ন মানেই দর্শকের জন্য এক বাড়তি পাওনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। দাবি করা হচ্ছে, কিং খানের আগামী ছবি 'কিং'-এর একটি রোমান্টিক গান অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ভিডিওটিতে শাহরুখের সঙ্গে দেখা যাচ্ছে দীপিকাকে, যা দেখে অনুরাগীদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। তবে ভিডিওটির পিছনের আসল সত্যিটা সামনে আসতেই ভেঙেছে অনেকের ভুল ধারণা।

 

 

প্রকৃতপক্ষে, ফাঁস হওয়া এই ভিডিওটি ছবির কোনও গানের অংশ নয়। এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি একটি 'ফ্যান-মেড' এডিট। ভিডিওটিতে ‘ম্যায় তো ব্যাহেক গয়া’ শিরোনামের একটি গানে শাহরুখ ও দীপিকাকে রোম্যান্স করতে দেখা যায়। শাহরুখের সেই পরিচিত ‘সল্ট অ্যান্ড পেপার’ লুক এবং দীপিকার লাস্যময়ী উপস্থিতি ভিডিওটিকে বেশ বিশ্বাসযোগ্য করে তুলেছিল। 

 

এমনকী ভিডিওর শেষে দু'জনকে একটি চুম্বন দৃশ্যেও দেখা যায়, যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেটিজেনরা খুব সহজেই এই কারসাজি ধরে ফেলেন। অনেক নেটিজেন লক্ষ্য করেন যে, ভিডিওর চরিত্রগুলোর মধ্যে এক ধরনের যান্ত্রিকতা রয়েছে, যা সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে দেখা যায়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, 'শাহরুখের প্রোফাইল পিকচার ব্যবহার করে এই ধরনের ফেক ভিডিও ছড়ানো বন্ধ করা উচিত।' অন্য একজন লিখেছেন, 'স্পষ্টই বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে বানানো, কোনও আবেগ নেই মুখে।'

 


প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবিটি নিয়ে দর্শকের মধ্যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে। প্রায় দু'বছর বিরতির পর শাহরুখকে আবার পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন।

 

 

নভেম্বরের শুরুতে ‘কিং’-এর শুটিং থেকে অল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর ফের ক্যামেরার সামনে ফিরছেন শাহরুখ। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ‘কিং’ ছবির সবচেয়ে চ্যালেঞ্জিং ও অ্যাকশন ঠাসা শুটিং পর্ব। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের স্টান্ট টিমের সঙ্গে মিলিত হয়ে বেশ কিছু বড় অ্যাকশন সেটপিস পরিকল্পনা করেছেন। মূলত মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতেই হবে এই লম্বা শিডিউল। জানা গেছে, এ পর্বে থাকছে স্টাইলাইজড ও হাই-ইন্টেনসিটি অ্যাকশন ব্লক, তীব্র ক্লোজ-কমব্যাট সিকোয়েন্স এবং প্রচুর ড্রামাটিক মুখোমুখি লড়াই। সূত্রের খবর, এই শুটের জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। প্রতিটি অ্যাকশন দৃশ্য নিখুঁতভাবে যাতে ক্যামেরাবন্দি করা যায়, তার জন্য আলাদা করে রিহার্সাল চলছে। ইউনিটের টেকনিক্যাল টিমও দিন-রাত কাজ করছে, কারণ এই অংশের শুটিং অত্যন্ত নিখুঁত কোরিওগ্রাফি, নিখুঁত টাইমিং এবং অত্যাধুনিক ক্যামেরা মুভমেন্টের উপর নির্ভরশীল। প্রতিটি স্টান্ট যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।