আজকাল ওয়েব ডেস্ক: বুধবার মহালয়া। পিতৃপক্ষের শেষলগ্নে মহালয়ার দিনে ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে, যে কোনও গ্রহণ ১২ টি রাশির জীবনে কম-বেশি প্রভাব ফেলে। কারও জীবনে সূর্যগ্রহণ অশুভ হয়, আবার কারওর জন্য নিয়ে আসে সৌভাগ্য। তেমনই মহালয়া থেকে ৪ রাশির ভাগ্য ঘুরতে চলেছে। গোটা অক্টোবর মাসেই সোনায় সোহাগা থাকবে কয়েকটি রাশি। তাহলে বুধবার থেকে কাদের কপাল খুলতে চলেছে? জেনে নেওয়া যাক-

বৃষ- মহালয়ার দিনের সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির উপর। বহু দিন ধরে চলতে থাকা ঝামেলা থেকে এবার পাবেন মুক্তি। অর্থভাগ্য থাকবে তুঙ্গে। চাকরি ব্যবসায় আসবে সাফল্য। পরিবারে থাকবে শান্তি।

কন্যা: সূর্যগ্রহণের শুভ প্রভাবে এই রাশির অধিকারীদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে পরিণতি আসতে পারে।

তুলা: সূর্যগ্রহণের ফলে এই রাশির মানুষদের বিপুল লাভ হতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো হতে পারে। কর্মক্ষেত্রেও আসবে সাফল্য। অংশীদারির ব্যবসায় উন্নতি করতে পারেন। তবে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।

বৃশ্চিক: সূর্যগ্রহণের ফলে বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সুযোগ আসবে। তবে সঠিক সময়ে সেই সুযোগ বুঝতে হবে। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের যে কোনও সমস্যার সমাধান সূত্র পাবেন।