আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে, যার প্রভাব সরাসরি পড়ে মানব জীবনে। গ্রহের রাজা সূর্য। সিদ্ধমতে, আজ ২৪ অক্টোবর বেলা ১২.৫২-তে বড়সড় নক্ষত্র পরিবর্তন হতে চলেছে সূর্যের ৷ সূর্য স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে। একই অবস্থানে থাকবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। যার ফলে বিরাট বদল আসতে চলেছে বিভিন্ন রাশির জীবনে। এই সময়ে সোনায় মুড়বে ৩ রাশির কপাল। তাহলে কাদের ভাগ্য সদয় হবে, জেনে নিন।
মিথুন রাশি- মিথুন রাশির জীবনে সূর্যের রাশি পরিবর্তন বড় প্রভাব ফেলতে চলেছে৷ কর্মক্ষেত্রে সাফল্যের শিখরে উঠবেন পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। মিথুনের পঞ্চম ঘরে সূর্য নক্ষত্র থাকবে। ফলে কেরিয়ারে আসবে সুদিন। নতুন চাকরিতেভাল সময় যাবে। সমাজে বাড়বে মান সম্মান। পরিবারের শান্তি থাকবে।
ধনু রাশি- শীঘ্রই অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ধনু রাশির মানুষদের জীবনে। এই রাশিকে সার্বিকভাবে ভরিয়ে দেবে সূর্যের স্থান পরিবর্তন। রাতারাতি বাড়বে টাকাপয়সা, নতুন আয়ের রাস্তাও খুলে যাবে। সংসারে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সবমিলিয়ে এই রাশির জীবনে বড় বদল আসার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি- সুদিন আসার বড় যোগ রয়েছে কুম্ভ রাশির। বদলাবে অর্থভাগ্য,আয়-ব্যয়ের ভারসাম্য রেখে বাড়বে সঞ্চয়ের পথ। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। সংসারে আর্থিক কষ্ট মিটতে পারে৷ পরিবারে সকলের সঙ্গে সময় কাটাতে পারবেন। সবমিলিয়ে সূর্যের স্থান পরিবর্তন লাভজনক হবে কুম্ভ রাশির।
