জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ সূর্যদেবের গোচরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে ধরা হয়। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে বা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে প্রবেশ করে, তখন তার সরাসরি প্রভাব পড়ে মানবজীবন ও সমগ্র জগতের উপর। জ্যোতিষের গণনা অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি সূর্যদেব ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। সূর্যের নক্ষত্র পরিবর্তনে খুলবে ৫ রাশির ভাগ্য, সম্মানের সঙ্গে ঝরবে অঢেল অর্থ।

 

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য সূর্যের এই নক্ষত্র গোচর অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। কারণ এই নক্ষত্রের অধিপতি মঙ্গল, যে মেষ রাশিরও স্বামী। ফলে এই সময় আপনার আত্মবিশ্বাস অভূতপূর্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার দক্ষতার প্রশংসা হবে। যাঁরা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের বড় পদে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও জোরাল যোগ তৈরি হচ্ছে।

 

সিংহ রাশি

সূর্য সিংহ রাশির অধিপতি হওয়ায় তার নক্ষত্র পরিবর্তনের সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতকদের উপর। ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের অবস্থান আপনাকে শত্রুদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। এই সময় ব্যবসায় কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে, যার ফলে ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে এবং সমাজে আপনার প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে।

 

বৃশ্চিক রাশি

মঙ্গলের দ্বিতীয় রাশি বৃশ্চিকের জাতকদের জন্যও এই সময়টি একেবারে স্বর্ণযুগের মতো হবে। সূর্যদেবের কৃপায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে। বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। চাকরিজীবীরা কাঙ্ক্ষিত বদলি বা পদোন্নতি পেতে পারেন।

 

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জীবনে সূর্যের এই গোচর আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। আপনার বাকশক্তি ও কথাবার্তার প্রভাব বাড়বে, যার ফলে জটিল কাজও সহজে সম্পন্ন হবে। বিদেশযাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পাশাপাশি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।

 

কুম্ভ রাশি

ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তার মকর ও কুম্ভ রাশিতে। ৬ ফেব্রুয়ারির পর কুম্ভ রাশির জাতকদের জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তাঁর সহায়তায় কোনও বড় প্রকল্পে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে।