শীত এলেই অনেক বাড়িতেই একটাই সমস্যা, ছাদের ট্যাঙ্কের জল একেবারে বরফঠান্ডা হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া, স্নান বা বাসন মাজা-সব কাজেই ভোগান্তি। যাদের বাড়িতে গিজার নেই বা বিদ্যুৎ খরচ বাড়াতে চান না, তাদের জন্য এই সমস্যা আরও বেশি। শীতের সকালে বরফঠান্ডা জল দিয়ে কাজ করা সত্যিই কষ্টকর। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি ঘরোয়া কৌশল ব্যবহার করলে গিজার ছাড়াও ট্যাঙ্কের জল অনেকটাই ব্যবহারযোগ্য রাখা যায়। ছোট ছোট এই উপায়গুলো মেনে চললে শীতের ভোগান্তি অনেক কমবে।
বিশেষজ্ঞদের মতে, শীতে ট্যাঙ্কের জল বেশি ঠান্ডা হওয়ার মূল কারণ হল ঠান্ডা বাতাস, কুয়াশা এবং রাতের কম তাপমাত্রা। ছাদের উপর রাখা ট্যাঙ্ক চারদিক থেকেই ঠান্ডার সংস্পর্শে থাকে। তাই ট্যাঙ্ককে ঠিকভাবে ঢেকে রাখলে সমস্যার অনেকটা সমাধান হয়।
থার্মোকল বা ফোম শিট ব্যবহার করুন। সবচেয়ে সহজ উপায় হল ট্যাঙ্কের চারপাশে থার্মোকল বা ফোম শিট লাগানো। এটি ইনসুলেশনের কাজ করে এবং ঠান্ডা বাতাস ট্যাঙ্কে সরাসরি লাগতে দেয় না। ফলে ট্যাঙ্কের ভেতরের জল তুলনামূলকভাবে উষ্ণ থাকে। ট্যাঙ্কের উপরের ঢাকনাটাও ফোম বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা ভাল।
পুরনো কাপড় বা জুট ব্যাগ কাজে লাগান। যদি থার্মোকল না পান, তাহলে পুরনো জুটের বস্তা, কম্বল বা মোটা কাপড় দিয়েও ট্যাঙ্ক ঢেকে রাখা যায়। অনেকটা শীতে যেমন আমরা গায়ে কম্বল দিই, তেমনই ট্যাঙ্কের গায়েও এই ঢাকনা ঠান্ডা আটকাতে সাহায্য করে।
পাইপ ঢাকতে ভুলবেন না। অনেক সময় ট্যাঙ্ক ঢেকে রাখলেও নিচের পাইপ খোলা থাকে। ফলে জল ট্যাঙ্ক থেকে বেরিয়ে কল পর্যন্ত আসার সময় আবার ঠান্ডা হয়ে যায়। তাই পাইপের চারপাশেও ফোম, কাপড় বা প্লাস্টিক পেঁচিয়ে দিন।
ছোট শেড বা ঘর তৈরি করুন। ছাদের উপর ট্যাঙ্কের চারপাশে ছোট করে টিন বা প্লাস্টিকের শেড বানানো গেলে আরও ভাল। এতে কুয়াশা ও ঠান্ডা বাতাস সরাসরি ট্যাঙ্কে লাগবে না এবং দিনের রোদে সামান্য গরমও জমে থাকবে।
সৌর জল হিটার একটি বিকল্প। যাদের পক্ষে সম্ভব, তারা সৌর জল হিটার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সূর্যের আলো থেকেই জল গরম হয়, বিদ্যুৎ লাগে না। একবার খরচ হলেও দীর্ঘদিনে লাভজনক।
