আজকাল ওয়েবডেস্ক:  নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বলা হয় রাজা। আজ ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছেন সূর্যদেব। যার প্রভাবে সৌভাগ্যের শিখরে উঠবে ৪টি রাশি। তাহলে অর্থ-যশ-সাফল্যে ভরবে কাদের জীবন? জেনে নেওয়া যাক-  

বৃষ রাশি: সূর্যের যাত্রা শুভ প্রভাব ফেলবে বৃষ রাশির উপর। সরকারি চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।

কন্যা রাশি- সূর্যের রাশি পরিবর্তন কন্যা রাশির মানুষদের জীবনে শুভ প্রভাব ফেলবে। যে কাজে আজ সাফল্য পেতে পারেন৷ সমাজে সম্মান বাড়বে। ব্যবসায় বড় চুক্তি করতে পারেন। যা ভবিষ্যতে লাভ দেবে। আয়-ব্যয়ের সামঞ্জস্য ঠিক থাকবে, ফলে সঞ্চয় করতে পারবেন।

বৃশ্চিক রাশি- সূর্যদেবের আশীর্বাদে প্রতিটি কাজে সাফল্য আসবে বৃশ্চিক রাশির। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সংসারে আর্থিক সংকট মিটবে। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে পেতে পারেন।

কুম্ভ রাশি- নতুন করে জীবন গুছিয়ে নিতে পারবেন। চাকরি কিংবা ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পাবেন। আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে৷ পরিবারে কোনও সদস্যের থেকে সুখবর পাবেন।