আগামী ১৪ জানুয়ারি সূর্য গোচর করে মকর রাশিতে প্রবেশ করবে এবং ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এই সময়ে বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে থাকবে। পাশাপাশি বুধ, শুক্র ও মঙ্গলও মকর রাশিতে এসে সূর্যের সঙ্গে যুতি তৈরি করবে। সব মিলিয়ে এই এক মাসে যে গ্রহগত পরিস্থিতি তৈরি হবে, তা বেশ কয়েকটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। জানুয়ারিতে সূর্য গোচর অর্থাৎ মকর সংক্রান্তি থেকে কোন কোন রাশির জন্য শুরু হবে ভাল সময়, তা জেনে নিন।

 

মেষ রাশি

 

সূর্যের এই গোচর মেষ রাশির জাতকদের জীবনে অপ্রত্যাশিত লাভ এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। যাঁরা বেকার, তাঁদের জন্য চাকরির সুযোগ তৈরি হবে এবং নতুন কর্মসংস্থান মিলতে পারে। সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। আয়ের পরিমাণ বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে।

 

সিংহ রাশি

 

সিংহ রাশির অধিপতি হল সূর্য এবং এই রাশির জাতকদের উপর বর্তমানে শনির ঢাইয়া চলছে। এমন পরিস্থিতিতে সূর্যের শনিতে অবস্থান সিংহ রাশির জাতকদের শনিজনিত কষ্ট থেকে কিছুটা স্বস্তি দেবে। আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাফল্য আসবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ রয়েছে।

 

বৃশ্চিক রাশি

 

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ায় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। হঠাৎ করে ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন থেমে থাকা কাজ আবার নতুন করে গতি পাবে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এগোবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবং বিদেশে যাওয়া বা বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হতে পারে।

 

মকর রাশি

 

সূর্য মকর রাশিতেই অবস্থান করবে এবং এই রাশির জাতকদের বিশেষভাবে উপকার করবে। বড়সড় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা বেকার, তাঁদের চাকরি পাওয়ার যোগ তৈরি হবে এবং নতুন কাজের সুযোগ আসতে পারে। ভাগ্যের সহায়তা মিলবে এবং জীবনে কোনও শুভ সংবাদ আসতে পারে, যা আনন্দ বাড়াবে।

 

জানুয়ারির সূর্য গোচর তথা মকর সংক্রান্তি একাধিক রাশির জীবনে সৌভাগ্যের নতুন অধ্যায় খুলে দিতে চলেছে। গ্রহগুলির শক্তিশালী যুতি ও অনুকূল অবস্থানের ফলে কর্মজীবন, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের যোগ স্পষ্ট। দীর্ঘদিনের বাধা কাটবে, নতুন সুযোগ আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তের পথে এগোবেন, তাঁদের জন্য এই সময়টি হতে পারে উন্নতি ও সাফল্যের এক উজ্জ্বল সূচনা।