আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ। দাবি ত্বক বিশেষজ্ঞের। কারণ এটি সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে দেয় সুরক্ষা। বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এই মুহূর্তে স্প্রে সানস্ক্রিন ট্রেন্ডিং। যেগুলো ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিবি রশ্মির হাত থেকে আপনার ত্বককে দেয় দ্রুত সুরক্ষা। এগুলো ব্যবহার করা খুবই সহজ। আপনি নির্ভয়েযে কোনও কাজ করার সময়ে শরীরের প্রয়োজনীয় অংশে এই সানস্ক্রিন স্প্রে করতে পারেন। সমুদ্র সৈকতে সারাদিন কাটানোর জন্য এই প্রসাধনী আদর্শ। যেকোনও বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারেন। শুধু বয়স ও ত্বকের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে এসপিএফ।
এই স্প্রে-অন স্টাইল সানস্ক্রিন প্রতি ২ ঘণ্টা অন্তর ব্যবহারের ক্ষেত্রে খুবই উপকারী। এটি লাইটওয়েট। এছাড়াও, ত্বককে সম্পূর্ণরূপে হাইড্রেটেড এবং কোমল রাখতে প্রয়োজনীয় খনিজ এবং প্রাকৃতিক উপাদান আছে এই ধরনের সানস্ক্রিনে । মেকআপের উপরেও এটি ব্যবহার করতে পারবেন অনায়াসে। এর অক্টিনোক্সেট এবং অক্সিবেনজোন ফর্মুলা যেকোনও ধরনের ত্বকের জন্য ভাল। ওয়াটার বেস, তাই ঘামের সমস্যা হবে না। অয়েলি স্কিনের সমস্যা থাকলে উপকরণ দেখে নেবেন যাতে সেটি অয়েল ফ্রি হয়। ছোটরা অনেক সময় সানস্ক্রিন মাখতে চায় না। ওদের জন্য এসপিএফ ২৫ স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।