আজকাল ওয়েবডেস্ক: অনুষ্টুপ মজুমদার একাধারে মিতভাষী, লাজুক প্রকৃতির। অন্যদিকে তিনি নীরব যোদ্ধা। দল যখনই বিপন্ন, তখনই তিনি দাঁত কামড়ে পড়ে থাকেন। বিপদের হাত থেকে রক্ষা করেন দলকে।
মরশুমের পর মরশুম কেটে যায়। অনুষ্টুপ মজুমদার বদলান না। একই থেকে যান তিনি।
শনিবার সুরাটের লালভাই কন্ট্র্যাক্টর স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জিতে নেমেছিল বাংলা। কিন্তু শুরুতেই যে ধাক্কা লাগে, সেই ধাক্কা সামলে দিনান্তে বাংলাকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার নায়ক অনুষ্টুপ। তাঁকে যোগ্য সঙ্গত করেন শাহবাজ আহমেদও। দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ২৭৩। বহুযুদ্ধের ঘোড়া অনুষ্টুপ অপরাজিত রয়েছেন ১০৩ রানে। শাহবাজ অবশ্য আউট হয়ে গিয়েছেন ৮৬ রানে। ক্রিজে অনুষ্টুপের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত (৩৯)।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলা। কিন্তু শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। সুদীপ ঘরামি খাতা না খুলেই ফেরেন। আরেক ওপেনার আদিত্য পুরোহিত মাত্র ৬ রানে ফেরেন। বাংলার রান যখন ৯, তখন দুই ওপেনার সাজঘরে ফেরেন। সূরয জয়সওয়াল মাত্র ৫ রানে আউট হন। তার পরে শাকির গান্ধী (২৮) একই পথের পথিক হন। কিন্তু অনুষ্টুপ ভেবে রেখেছিলেন অন্য কিছু। বাংলার ইনিংস গোছানোর কাজ করেন অনুষ্টুপ ও শাহবাজ। দলের রান যখন ১৯৫ তখন আউট হন শাহবাজ। ১০৬ বলে ৮৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে সাজানো ছিল ১২টি চার ও তিনটি ছক্কা। শাহবাজের দুর্ভাগ্য। তিনি সেঞ্চুরি পাননি। অন্যদিকে অনুষ্টুপ কিন্তু নিজের লক্ষ্যে স্থির ছিলেন। দিনের শেষে ১০৩ রানে ক্রিজে রয়েছেন তিনি। ১২টি চার মারেন তিনি। রবিবার বাংলার ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যেতে ভরসার নাম সেই অনুষ্টুপই।
