আজকাল ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। আর গ্রহের স্থানান্তরের প্রভাব পড়ে ১২টি রাশির জীবনে। ২০২৪ সালের শেষের দিকে, শনি এবং শুক্রের সংযোগ হতে চলেছে।শনিকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলে ধরা হয়। ফলদাতা শনিদেবকে যে কোনও একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন। অন্যদিকে, সুখ ও সমৃদ্ধির দাতা শুক্রও তাঁর রাশি পরিবর্তন করতে চলেছেন। শুক্র এবং শনির মিলন বেশ কয়েকটি রাশির মানুষের জীবনে বড় পরিবর্তন আনবে। তাহলে দেখে নেওয়া যাক কাদের জীবনে সৌভাগ্যের দিন আসছে?
তুলা: শনি ও শুক্রের মিলনে শুভ প্রভাব পড়বে তুলা রাশির জীবনে। কর্মজীবনে পদোন্নতি হতে পারে। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়তে পারে। নতুন বছরের শুরুতে সম্পত্তি পাওয়ার আভাস রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
কুম্ভ: শনি এবং শুক্রের যোগ কুম্ভ রাশির জীবনে পড় পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন, পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। জীবনে বিলাসিতা-আরাম বাড়বে। সমাজে মান সম্মান বাড়বে। পুরনো সম্পর্ক নতুনভাবে জুড়তে পারে।
কন্যা রাশির জীবনে আরও ভাল পরিস্থিতি আসতে চলেছে। সুখের দিন ফিরবে। চাকরি-ব্যবসায় বিরাট সাফল্যের সুযোগ আসতে পারে। শরীর ভাল থাকবে। শিক্ষার্থীদের জন্যও শুভ সময়। আচমকা অর্থযোগ রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন।
