আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি । বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থিত এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত সেখানে থাকবে।  শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকায় শশ রাজযোগ তৈরি হয়েছে। শনি গ্রহের একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় লাগে। এই অবস্থায় শনিদেব আবার একটি রাশিতে ফিরে আসতে মোট ৩০ বছর সময় নেয়। শশ রাজযোগের সঙ্গে আরও কিছু শুভ সংমিশ্রণ তৈরি হয়েছে। যার শুভ প্রভাব পড়বে ৫ রাশির জীবনে। তাহলে কাদের ভাগ্য খুলতে চলছে জেনে নিন-

মিথুন: আত্মবিশ্বাস বাড়বে। থাকবে না বাধা-বিপত্তি। ফলে যে কোনও কাজ সঠিকভাবে শেষ করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা শনিদেবের কৃপায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পেতে পারেন। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্য শুভ। পরিবারের সমর্থন পাবেন।

সিংহ: ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। সমকর্মীদের সঙ্গে হওয়া সমস্যা মিটবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পারেন। পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন।

বৃশ্চিক: ভাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা একটি বড় অর্ডার পেতে পারেন, যা অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে যদি কোনও মতবিরোধ হয়, তাহলে শনিদেবের কৃপায় তা মিটে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। 

ধনু: দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অন্যদের আর্থিকভাবে সাহায্য করতে পারবেন। কর্মক্ষেত্রে পছন্দ অনুযায়ী কাজ করার সুযোগ পেতে পারেন। দাম্পত্যে কলহ মিটে শান্তি থাকবে। 

মীন: স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে। সরকারি কাজে সাহায্য পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। ব্যবসায় বিনিয়োগের ভাল সময়। চাকুরিজীবীদের কর্মস্থলে উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।