আজ ৯ আগস্ট রাখি পূর্ণিমা। শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ২০২৫ সালের রাখি পূর্ণিমায় একাধিক গ্রহের শুভ যোগ তৈরি হচ্ছে৷ এবছর ১০০ বছর পর শ্রবণ নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রের প্রভাবের দুর্লভ সংযোগ থাকবে৷ এর আগে ১৯২৫ সালে ৪ আগস্ট এই যোগ তৈরি হয়েছিল। এছাড়া রাখি পূর্ণিমায় বুধাদিত্য যোগ, সৌভাগ্য যোগ, গজলক্ষ্মী রাজযোগ, সর্বার্থসিদ্ধি যোগের শুভ সংযোগ থাকবে। কর্কট রাশিতে বুধ ও সূর্যের যুতির ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে। আবার মিথুন রাশিতে শুক্র ও বৃহস্পতির যুতির ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। শাপাশি চাঁদ মকর রাশিতে থাকবে। এদিন সর্বার্থসিদ্ধি যোগ ও সৌভাগ্য যোগেরও প্রভাব বজায় থাকবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, শ্রাবণ পূর্ণিমায় গ্রহদের পরিস্থিতি বিশেষ এক অবস্থানে থাকবে। চন্দ্র, গুরু, শনি নিজের নিজের স্বরাশিতে দুর্লভ এবং শক্তিশালী যোগ তৈরি করবে। এদিন গুরুপুষ্য যোগ, শ্রাবণ নক্ষত্রের মতো দুর্লভ যোগ তৈরি হবে। এই সব শুভ যোগের প্রভাবে সৌভাগ্যের দরজা খুলবে পাঁচ রাশির৷ অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
বৃষ: রাখি পূর্ণিমায় বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে।সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। আচমকা বিরাট অর্থ লাভ হতে পারে।
মিথুন: একাধিক শুভ যোগের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে সকলকে প্রভাবিত করতে পারবেন।

কর্কট: রাখি পূর্ণিমার তিথিতে কর্কট রাশির জাতক-জাতিকারা পুরনো কাজে সাফল্য লাভ করতে পারবেন। অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। চাকরিতে কাজের পরিবেশ অনুকূল থাকবে৷ রাতারাতি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে৷ লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হবে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে।
মকর: ধন, বৈভব ও মান-সম্মান অর্জন করবেন মকর রাশির জাতক-জাতিকারা। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
ধনু: একাধিক রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। প্রেম জীবনে ভাল পরিণাম পাবেন। যে কোনও কাজে সঙ্গীর পূর্ণ সহযোগিতা থাকবে। শখ পূরণ করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। যার ফলে মনের সন্তুষ্টি থাকবে। আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন।
