আজকাল ওয়েবডেস্ক: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য! পর্নগ্রাফি শুধু সামাজিক বা নৈতিক ইস্যু নয়, তার প্রভাব পৌঁছে যাচ্ছে মানুষের মস্তিষ্কেও। সম্প্রতি চীনের চেংডু মেডিক্যাল কলেজ ও জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউটের গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত পর্ন দেখার ফলে স্মরণশক্তি, মনঃসংযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কী জানা যাচ্ছে গবেষণায়?
জার্মানির গবেষকরা জানাচ্ছেন, নিয়মিত পর্ন দেখার অভ্যাস মস্তিষ্কের ‘স্ট্রায়াটাম’ নামক অংশকে সংকুচিত করে। এই অঙ্গ মানুষের আনন্দ ও মোটিভেশন নিয়ন্ত্রণ করে। এমআরআই স্ক্যানে ধরা পড়েছে, যারা অধিক পর্নগ্রস্ত, তাদের এই অংশটির আকার ও কার্যক্ষমতা তুলনামূলকভাবে কমে আসে।
চীনে করা অপর গবেষণায় দেখা গিয়েছে, পর্ন দেখায় আসক্ত তরুণরা ‘স্ট্রুপ টেস্ট’–এর মতো মস্তিষ্কের কার্যকারিতার পরীক্ষায় খারাপ ফল করেন। তাঁরা দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন না, আবার যে কোনও ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতেও দেরি করেন। ফলে ভুল সিদ্ধান্ত বেশি নেন তাঁরা।
এই গবেষণায় এমন এক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা রক্তে অক্সিজেনের মাত্রা দেখে মস্তিষ্কের কার্যকলাপ বুঝতে সাহায্য করে। দেখা গিয়েছে, পর্নে যাঁরা বেশি আসক্ত, তাঁদের প্রিফ্রন্টাল কর্টেক্স ও ভাষাকেন্দ্র মস্তিষ্কের এই দুই অংশের মধ্যেকার সংযোগ বেশ দুর্বল হয়ে যায়।
