আজকাল ওয়েবডেস্কঃ ভালবাসায় শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক। বাধাহীন আবেগ-প্রেমে সঙ্গীর শরীরে আদরের কামড়ও সাধারণ বিষয়। দেখতে খুবই ছোট চিহ্ন হলেও দু'জন মানুষকে সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করিয়ে দেয় 'লভ বাইট'। কিন্তু জানেন কি এই 'লাভ বাইট'ই আপনার শরীরে বড়সড় প্রভাব ফেলতে পারে। এমনকী মারাত্মক শারীরিক সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে। ২০১১ সালে নিউজিল্যান্ডে একটি ঘটনায় 'লাভ বাইট'এর জেরে ৪৪ বছর বয়সি এক মহিলার বাঁ হাত প্যারালাইডজ হয়ে গিয়েছিল৷ গাঢ় লাল বা বেগুনি রঙের লাভ বাইট ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গীর জন্য ক্ষতিকর হতে পারে। 

লাভ বাইট "হিকি" নামে পরিচিত। এটির কারণে ত্বকে কালশিটে দাগ হয়। সাধারণত হালকা আঘাত যা ত্বকের ছোট ছোট রক্তনালীগুলিকে ভেঙে এটি হতে পারে। আসলে এক্ষেত্রে ত্বকের নীচের ছোট রক্তনালী (শিরা) ভেঙে যায় এবং রক্ত বেরিয়ে ত্বকের নীচে জমা হয়। এর ফলে লাল বা বেগুনি দাগ হতে দেখা যায়। এই দাগ কয়েক দিন থেকে এক বা দুই সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে লাভবাইট বিপজজ্জনক নয়, তবে মাঝে মাঝে এর কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। 

 

আরও পড়ুনঃ লিভারের বারোটা বাজলে মুখেও ফুটে ওঠে লক্ষণ! কোন কোন উপসর্গ অবহেলা করলেই অকালে হারাবেন প্রাণ

 

* রক্ত জমাট বাঁধা: যদি লাভ বাইট খুব জোরে এবং দীর্ঘ সময় ধরে দেওয়া হয়, তাহলে শরীরের সেই অংশে বিশেষ করে ঘাড়ের কাছে রক্ত জমাট বাঁধতে পারে। এই জমাট বাঁধা রক্ত ভেঙে মস্তিষ্কে গিয়ে স্ট্রোক হওয়াকর ঝুঁকি বাড়িয়ে দেয়। যদিও এই লক্ষণ খুব কমই দেখা যায়। তবে এর থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাঁদের সতর্ক থাকা দরকার।

* নীলচে ভাব এবং ত্বক ফুলে যাওয়া: 'লাভ বাইট'-এর সবচেয়ে সাধারণ প্রভাব হল ত্বকের নীলচে ভাব এবং ত্বক ফুলে যাওয়া। রক্তনালী ফেটে যাওয়ার কারণে ত্বক নীল বা বেগুনি হয়ে যায় এবং সামান্য ফোলাভাবও হতে পারে। এতে সাধারণত ব্যথা না হলেও দাগ বেশ ভালই বোঝা যায়। 

* সংক্রমণের ঝুঁকি: যদি ত্বক কেটে যায় বা ভেঙে যায় তাহলে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে। সঙ্গীকে আদরে কামড় বসানোর সময়ে যদি দাঁত খুব বেশি ব্যবহার করেন বা জায়গাটি স্বাস্থ্যকর না থাকে তবে এটি হওয়ার আশঙ্কা থাকে।

* হারপিস সিমপ্লেক্স ভাইরাস: সঙ্গীর মুখে যদি হারপিস ভাইরাসের ঘা থাকে, তাহলে ভাইরাসটি লাভ বাইটের মাধ্যমে অন্য ব্যক্তির ত্বকে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে সেই স্থানে ফোসকা বা ঘা হওয়ার ঝুঁকি থাকে। 

* ব্যথা এবং অস্বস্তি: বেশিরভাগ লাভ বাইট বেদনাদায়ক নয়, তবে কিছু ক্ষেত্রে হালকা ব্যথা, চুলকানি বা সংবেদনশীলতা অনুভব হতে পারে।

লাভ বাইটের দাগ সরানোর উপায় 
 
* ত্বকের ওষুধ হিসেবে ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা। লাভ বাইটের দাগ, ব্যথা দূর করতে দিনে অন্তত ২ বার অ্যালোভেরা জেল লাগাতে পারেন। 
* প্রেমের চিহ্ন যদি দু-তিন দিন থাকে, তাহলে একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চেপে ধরুন। এতে উপকার পাবেন। 
* লাভ বাইটের উপরে একটি ঠান্ডা চামচ রাখুন। এতে ত্বকের ফোলা ভাব কমে গিয়ে দাগগুলোকে ঠিক করে।
* লাভ বাইটের জায়গায় বরফ ঘষতে পারেন।