অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং জাহ্নবী কাপুর সম্প্রতি এক বন্ধুর বিয়েতে যোগ দিয়েছিলেন। সেই বিয়ের নানা মুহূর্তের ছবি তাঁরা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তবে যা সকলের নজর কাড়ে, তা হল— অনন্যা এবং জাহ্নবীর প্রেমিক, ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার অনিচ্ছাকৃত ‘টুইনিং’ বা রংমিলান্তি করে পোশাক পরা ছবি।

শনিবার অনন্যা ইনস্টাগ্রামে তাঁর বন্ধুর বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন। প্রতিটি ছবিতে তিনি অত্যন্ত গ্ল্যামারাস লুকে ধরা দেন। কিন্তু একটি ছবিতে দেখা যায়, অনন্যা এবং শিখর দু’জনেই বাদামী এমব্রয়ডারি করা পোশাকে সেজেছেন— যেন একে অপরের সঙ্গে মিলিয়ে।

এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নজর এড়ায়নি জাহ্নবী কাপুরেরও। তিনি কমেন্ট করেন, ‘ছ’নম্বর স্লাইডটা’— অর্থাৎ শিখরের সঙ্গে অনন্যার সেই ছবিটিকেই ইঙ্গিত করেন নায়িকা। জাহ্নবীর এই মন্তব্যে নেটিজেনদের মজার প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ লিখেছেন, ‘জাহ্নবী বেশ পজেসিভ’, আবার কেউ মজা করে বলেছেন, ‘তোমার কি হিংসা হচ্ছে?’ এক ফ্যান তো রসিকতা করে লিখেছেন, ‘জাহ্নবী, আমি হলে কিন্তু এসব সহ্য করতাম না!’ অনেকেই মন্তব্য করেছেন, ছ’নম্বর ছবিটিই যেন জাহ্নবীকে চমকে দিয়েছে!

জাহ্নবী এবং শিখরের সম্পর্কের গুঞ্জন বলিউডে অনেক দিন ধরেই চলছে। দু’জনের কেউই যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়— পারিবারিক অনুষ্ঠানে, সামাজিক মাধ্যমে কিংবা বিদেশ সফরে। কিছুদিন আগে জাহ্নবীকে শেখরের নাম লেখা একটি নেকলেস পরতে দেখা গিয়েছিল, যা মুহূর্তে ভাইরাল হয়। শিখরকেও জাহ্নবীর বোন অংশুলা কাপুরের বাগদানের অনুষ্ঠানেও মেতে উঠতে দেখা গিয়েছে। এমনকি এই বছর কান চলচ্চিত্র উৎসবেও শিখর উপস্থিত ছিলেন, যেখানে জাহ্নবী তাঁর ফিল্ম ‘হোমবাউন্ড’ নিয়ে রেড কার্পেটে উপস্থিত করেন।

অনন্যা এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী রোম্যান্টিক ড্রামা ‘তু মেরি মেঁ তেরা, মেঁ তেরা তু মেরি’-র মুক্তির জন্য। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান। পরিচালক সমীর বিদওয়ানস, প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশনস। মুক্তি পেতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর।

অন্যদিকে জাহ্নবীকে দেখা যাবে বচ্চি বাবু সানার পরিচালিত তেলুগু অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-তে। মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাম চরণ, সঙ্গে জগপতি বাবু, শিবা রাজকুমার ও দিব্যেন্দু। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ।

বলিউডের তরুণ প্রজন্মের মধ্যে জাহ্নবী এবং অনন্যার এমন এক জুটি, যাঁদের বন্ধুত্ব বরাবরই আলোচনায় থাকে। দু’জনের পেশাগত প্রতিযোগিতা থাকলেও, পর্দার বাইরে তাঁদের বন্ধন অত্যন্ত উষ্ণ এবং অকৃত্রিম। ফিটনেস সেশন থেকে শুরু করে একে অপরের সিনেমার প্রিমিয়ার— প্রায়ই দেখা যায় দু’জন একসঙ্গে সময় কাটাচ্ছেন।