আজকাল ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর মাস অক্টোবর। এই মাসেই চারটি গ্রহের অবস্থানের পরিবর্তন হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের গমনের ফলে বেশ কিছু রাশির উপর প্রভাব পড়তে চলেছে। চলতি মাসে সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে। প্রথমত, আগামী ১০ অক্টোবর বুধ সকাল ১১:২৫ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। এরপরে ১৩ অক্টোবর সকাল ৬.০৮ মিনিটে বৃশ্চিক রাশিতে গমন ঘটবে শুক্রের। ৩ দিন পর অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৭.৫২ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। সবশেষে, ২০ অক্টোবর দুপুর ২:৪৬ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল।
এছাড়াও বৃহস্পতি ৯ অক্টোবর বৃহস্পতি বেলা ১২:৩৩ থেকে বক্রী যাবে। ৪টি বড় গ্রহের স্থান পরিবর্তন এবং বৃহস্পতির বিপরীত গতির কারণে ১২টি রাশির উপর প্রভাব পড়বে। তাহলে কোন কোন রাশির ভাগ্য সদয় হবে জেনে নিন।
মেষ রাশি: অক্টোবরে চারটি গ্রহের অবস্থান পরিবর্তনে মেষ রাশির জীবনে শুভ প্রভাব পড়বে। কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। সমাজে মান-সম্মান বাড়বে।
মিথুন রাশি: অক্টোবরে শুক্রের গমনে ভাগ্যবান হতে পারেন মিথুন রাশির মানুষেরা। শুক্রের শুভ প্রভাবের কারণে বাড়বে সুখ-সম্বৃদ্ধি। আর্থিক লাভের সুযোগ আসবে। প্রেমের জীবন ভাল থাকবে। পরিবারের শান্তি আসবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।
সিংহ রাশি: অক্টোবরে গ্রহের রাশির পরিবর্তন সিংহ রাশির জন্য শুভ সময় আনতে পারে। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। ধনী হওয়ার সুযোগ পাবেন। কর্মজীবনে ড় কৃতিত্ব অর্জন করতে পারেন। অনেক ধরে চাকরির চেষ্টা করলে এবার বড় সুযোগ আসতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের টাকার ভাগ্য খুলবে।
কন্যা রাশি: অক্টোবরে গ্রহের গমনের শুভ প্রভাব কন্যা রাশির উপর পড়বে। চাকরি-ব্যবসায় আয় বাড়বে, অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হতে পারে। ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন। বাড়বে খ্যাতি।
