আজকাল ওয়েবডেস্কঃ পোশাক থেকে গয়না, ডেকরেটর থেকে সাজসজ্জা। বিয়ের আয়োজনে থাকে হরেক কাজ। শুধু বিয়ে কেন, আধুনিক ব্যস্ততার যুগে সাধ আর সাধ্যের মধ্যে যে কোনও অনুষ্ঠানের সমস্ত আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এক প্রকার চ্যালেঞ্জিংই বটে। আর সেই সব কিছুই এক ছাদের তলায় হাতের নাগালে নিয়ে আসে 'ইভেন্ট প্ল্যানার'রা। শহর কলকাতায় এবার বিয়ের সঙ্গে যাবতীয় ইভেন্ট পরিকল্পনার দায়িত্ব নিতে চলেছে 'বাটারফ্লাই উইংস'। সম্প্রতি প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর পুত্রবধূ কনকলতা দত্ত তাঁর এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আনুষ্ঠানিক সূচনা করেছেন।
বাংলার ফ্যাশন ডিজাইনিং জগতে শর্বরী দত্ত শুধুমাত্র ব্র্যান্ড নয়, বাঙালির আইকনও বটে। বাঙালির সাবেকি ঘরানার ফ্যাশনের সঙ্গে শর্বরী দত্তর নাম ওতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করেছেন ছেলে অমলিন দত্ত ও পুত্রবধূ কনকলতা দত্ত। ফ্যাশন ডিজাইনিং জগতে ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছেন কনকলতাও। এবার পেশাদারিত্বের সঙ্গে তিনি সামলাবেন 'বাটারফ্লাই উইংস'-এর দায়িত্ব। এই উপলক্ষ্যে কলকাতার এক পাঁচতারা হোটেলে ধূমধাম করে সেই কোম্পানির সূচনা হয়।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটিতে তারাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন কনকলতা দত্তের বান্ধবী তথা বিশিষ্ট মডেল রিচা শর্মা। এখন থেকে সব রকম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে বাটারফ্লাই উইংস। শুধু তাই নয়, আগামী দিনে এই কোম্পানির হবু বর-কনেদের বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে।
কীভাবে এই নতুন কোম্পানির ভাবনা? কনকলতার কথায়, "এখনকার দিনে বিয়ের জন্য হাতে তেমন সময় থাকে না। পাত্র-পাত্রী দু’জনেই চাকরি করেন। বিয়ের সমগ্র আয়োজনে আমি অনেককেই সাহায্য করতাম। সেখান থেকেই পেশাদারভাবে কাজটা করতে চেয়েছিলাম। এবার সেই কাজই শুরু করছি।"
শহর কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অনেক থাকলেও বাটারফ্লাই উইংস কিন্তু একেবারে অন্যভাবে পরিষেবা দেবে বলে জানিয়েছেন রিচা শর্মা। তাঁর মতে, "বিয়ে সহ যে কোনও অনুষ্ঠান অনেক আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এই কোম্পানি।"
