বন্ধুত্ব একটি স্বতঃস্ফূর্ত সম্পর্ক। বন্ধুত্ব কোনও বয়স, বাধা মানে না। কিন্তু আধুনিক ব্যস্ততার জীবনে সেই দামি সম্পর্কই যেন হারিয়ে যাচ্ছে।বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর সমাজে বন্ধুত্বও হয়ে উঠছে ‘লেনদেনের বিষয়’। প্রযুক্তি আর ভার্চুয়াল দুনিয়ার কারণে ক্রমশ একাকীত্বের শিকার হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। তবে চিন্তা নেই, এবার সেই শূন্যস্থান পূরণ করতে পারবে আপনার 'ভাড়া করা বন্ধু'। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সমাজ মাধ্যমে এমনই এক নতুন পরিষেবা শুরু হয়েছে। অর্থাৎ চাইলে ‘ভাড়া বন্ধু’ বা ‘রেন্ট ফ্রেন্ড’-কেই মনের কথা বলতে পারবেন। আজকের সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়ায় বন্ধুত্বও হয়ে উঠছে এক ধরনের ‘পরিষেবা’, যা কিনে পাওয়া সম্ভব। 


ঠিক কী এই পরিষেবা? অনেক অনলাইন প্ল্যাটফর্ম এখন এমন পরিষেবা দিচ্ছে যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাউকে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য ‘বন্ধু’ হিসেবে ভাড়া করা যায়। 'ভাড়া করা বন্ধু' আপনার সঙ্গে গল্প করবে, আপনার কোনও অনুষ্ঠানে যাবে, সোশ্যাল মিডিয়ার ছবিতে অংশ নেবে কিংবা স্রেফ সঙ্গ দেবে। এই পরিষেবা নেওয়ার ফলে একা থাকার কারণে সামাজিক অস্বস্তিতে পড়ার ভয় অনেকটা কাটছে।

 

আরও পড়ুনঃ এই গ্রামে ঘুরতে গেলেই পর্যটকদের সঙ্গে সঙ্গম করেন বধূরা! উৎসাহ দেয় পরিবার! কোন দেশে রয়েছে এমন ‘অতিথিপরায়ণ’ গ্রাম?


কেন দরকার এই ‘ভাড়া বন্ধু’? মনোবিজ্ঞানীরা বলছেন, আজকের সমাজে বন্ধুত্বের আসল উদ্দেশ্য বদলে গেছে। মানুষের ভেতরে জাপটে ধরেছে একাকীত্বের ভয় এবং সামাজিক স্বীকৃতির প্রবল আকাঙ্ক্ষা। অনেকে মনে করেন, যদি কোনও অনুষ্ঠানে একা যান তবে সমাজ তাঁদের অস্বস্তিকর দৃষ্টিতে দেখবে। তাই ভাড়া বন্ধুর চাহিদা দ্রুত বাড়ছে। 

 

আরও পড়ুনঃ পাওয়ারও বাড়বে না, ছানিও পড়বে না! চোখের স্বাস্থ্য ভাল রাখতে নিয়ম করে খান ৫ বাদাম


সোশ্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করার যুগে একা থাকা মানেই পিছিয়ে পড়া। আর সেই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করছে 'রেন্ট ফ্রেন্ড'। সাজানো-গোছানো ছবিতে ‘বন্ধু’ দেখানো মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য হওয়া। এমনটা মনে করেন অনেকে৷ আর সেই স্ট্যাটাস সিম্বলেও ভূমিকা রয়েছে 'ভাড়া বন্ধু'র। এছাড়া এই পরিষেবার মাধ্যমে মানসিকভাবে নির্ভরশীলতাও বাড়ছে। আবার অনেকের কাছে এটি নিছক কথোপকথন বা নির্ভর করার মতো বন্ধুকে খুঁজে পাওয়া।


তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ট্রেন্ড যত বাড়ছে, ততই বন্ধুত্বের আসল স্বরূপ হারিয়ে যাচ্ছে। বন্ধুত্বের জায়গায় জায়গা নিচ্ছে ‘লেনদেন’। অর্থের বিনিময়ে পাওয়া এই সম্পর্কগুলো স্বল্পমেয়াদি এবং অনেক সময় কেবল অভিনয়ের মতো হয়ে দাঁড়ায়। এর ফলে দীর্ঘমেয়াদে মানুষ সত্যিকারের মানবিক সংযোগ হারানোর ঝুঁকিতে পড়ছে।

 

আরও পড়ুনঃ যক্ষ্মার কাশি না সাধারণ কাশি? বুঝবেন কোন কোন পার্থক্য দেখে? চিনতে ভুল হলেই মৃত্যুর করাল গ্রাস


বন্ধুত্ব কেনা বা ভাড়া করা আপাতত শহুরে অভিজাত সমাজে নতুন ট্রেন্ড হলেও, এর প্রভাব ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি মানুষ প্রকৃত সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে শুধুমাত্র বাহ্যিক স্বীকৃতি খুঁজতে থাকেন, তবে ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা আরও বাড়তে পারে।