আজকাল ওয়েবডেস্ক: আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবারের শুনানিতে সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। আরজি করের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ। দিকে দিকে আন্দোলন-প্রতিবাদ-বিক্ষোভ। মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। তারমাঝেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু পরেই শুরু হয় শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ঘটনার শুনানি ছিল এদিন। আরজি করে মেডিক্যালে ভাঙচুর এবং হামলার ঘটনায় ২২ আগস্টের মধ্যে শীর্ষ আদালত রিপোর্ট তলব করেছে। হামলার ঘটনায় রাজ্যের পদক্ষেপ কী, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। গত কয়েকদিনে আরজি করে হামলার ঘটনায়, ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানিয়েছে রাজ্য। 

 

উল্লেখ্য, হামলা-সহ একাধিক বিষয়ে আরজি করের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েকদিন ধরেই। এদিন ওই কলেজ-হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা হাসপাতালে অবস্থানে বসেই সুপ্রিম-শুনানি দেখেন। শীর্ষ আদালত চিকিৎসকদের কর্মবিরতি শেষ কাজে ফেরার জন্য অনুরোধ করেছেন। যদিও সুপ্রিম-শুনানির পর আরজি করের আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন, কর্মবিরতি তুলে নেওয়া সহ সকল সিদ্ধান্ত নেওয়া হবে জিবি মিটিং-এর পর। অন্যদিকে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের নির্দেশগুলিকে স্বাগত জানিয়েছে।