আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সাংসদ অভিষেক ব্যানার্জিও। শুধু তাই নয় বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জাতীয় রাজনীতির ব্যক্তিত্বরাও। বুদ্ধদেবের মৃত্যুতে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। অত্যন্ত একনিষ্ঠ ভাবে উনি রাজ্যের সেবা করেছেন। ওঁর পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি’।

?ref_src=twsrc%5Etfw">August 8, 2024



?ref_src=twsrc%5Etfw">August 8, 2024





সিপিএম পলিটব্যুরোর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছেন, ‘বুদ্ধদার খবরে আমি স্তম্ভিত। দলের প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি ওঁর আনুগত্য ছিল। আমাদের নিজেদের আদর্শ ছিল এক। ওঁর পরিবারকে আমার সমবেদনা’। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে ওঁর পরিবারকে সমবেদনা জানাই। প্রায় পাঁচ দশক ধরে উনি মানুষের সেবা করেছেন’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।