Saddened by the passing of Shri Buddhadeb Bhattacharjee, former CM of West Bengal. He was a political stalwart who served the state with commitment. My heartfelt condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
My deepest condolences on the passing away of Former Chief Minister of West Bengal, Shri Buddhadeb Bhattacharjee.
— Mallikarjun Kharge (@kharge)
He served the people in a political career spanning more than five decades.
Our thoughts and prayers are with his family and comrades. pic.twitter.com/jsT0FbCNdlTweet by @kharge
সিপিএম পলিটব্যুরোর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছেন, ‘বুদ্ধদার খবরে আমি স্তম্ভিত। দলের প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি ওঁর আনুগত্য ছিল। আমাদের নিজেদের আদর্শ ছিল এক। ওঁর পরিবারকে আমার সমবেদনা’। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে ওঁর পরিবারকে সমবেদনা জানাই। প্রায় পাঁচ দশক ধরে উনি মানুষের সেবা করেছেন’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
Shattering news about Buddha da. The news reached me as I was having a cataract removed. His dedication to the party, West Bengal, our shared ideals and also his ability to look ahead will always function as a lodestar. pic.twitter.com/khSfw2aaMS
— Sitaram Yechury (@SitaramYechury)Tweet by @SitaramYechury
