আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় কলকাতা সহ গোটা বাংলা। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরজি কর কাণ্ড এবং আন্দোলন ঘিরে মুখ খুললেন তিনি।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, 'তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। পাঁচ দিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ।'

মমতার কথায়, 'যখন ঘটনাটি ঘটে, আমি তখন ঝাড়গ্রামে। সারারাত ঘুমাইনি। রাত ২টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে কথা হয়েছে। গত এক মাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে আগে। শুক্রবার ঘটনা ঘটেছে। সোমবার তাঁর বাড়িতে গেছি। হাথরাস, উন্নাওয়ে কী ভূমিকা ছিল বিজেপির। বাম আমলেও অনেক ঘটনা ঘটত। অনিতা দেওয়ানের কথা মনে নেই?'

মুখ্যমন্ত্রীর আর্জি, 'মৃত্যু নিয়ে রাজনীতির খেলা খেলবেন না। সমাজমাধ্যমে একটা অংশ মিথ্যা প্রচার চালাচ্ছে। রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। সিবিআইকে সবধরনের সহায়তা করব। দোষীর ফাঁসি চাই, নির্দোষ যেন শাস্তি না পায়। ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন।'