আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে সবাই দল গুছিয়ে নিচ্ছে। পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। দলের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিলেন আর শ্রীধর। টি-২০ বিশ্বকাপের শেষপর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করল শ্রীলঙ্কা। ১১ ডিসেম্বর থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হল শ্রীলঙ্কা। ১০ মার্চ টি-২০ বিশ্বকাপ শেষ হওয়া মাত্র তাঁর চুক্তিও শেষ হয়ে যাবে। যৌথভাবে আসন্ন বিশ্বকাপের আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। বিসিসিআইয়ের লেভেল থ্রি কোচের অভিজ্ঞতা প্রচুর। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ ছিলেন শ্রীধর। মোট ৩০০ ম্যাচে এই দায়িত্বে ছিলেন। দুটো একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। দুটো টি-২০ বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করেন। নতুন ভূমিকায় শ্রীলঙ্কার ফিল্ডিং উন্নতি করার চেষ্টা করবেন। 

টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান এবং ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা দল। তারপর বিশ্বকাপে মনোযোগ দেবেন। দায়িত্ব পাওয়ার পর শ্রীধর জানান, খুব বেশি কড়াকড়ি করতে চান না। দলে সঠিক পরিবেশ গড়তে চান। অ্যাথলেটিসম এবং সতর্কতার ওপর জোর দিতে চান। এই দায়িত্বের ফলে আবার পুরোনো জায়গায় ফিরবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ। এর আগে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেটের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে ১০ দিনের একটি ফিল্ডিং শিবির করেন। সিনিয়র দল দিয়ে শিবির শুরু হয়। তারপর শ্রীলঙ্কার বিভিন্ন দল যোগ দেয়। ফিল্ডিং ড্রিল থেকে শুরু করে স্কিল ভিত্তিক সেশনে অংশ নেন। এই সময় জাতীয় দল, হাই পারফরম্যান্স এবং ক্লাব কোচদের সঙ্গে কাজ করেন। তিনি দাবি করেন, শ্রীলঙ্কানদের মনোভাব সাধারণত ভয়ডরহীন। ট্রেনিংয়ের মাধ্যমে যা আরও উন্নত হতে পারে। প্রসঙ্গত, গতবছর সংক্ষিপ্ত সময়ের জন্য আফগানিস্থানের সহকারী কোচ ছিলেন শ্রীধর। নয়ডার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দায়িত্বে ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ।