আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার।

 

 

রবিবার দুপুর তিনটে নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আরজি কর সংক্রান্ত পোস্টের জন্যই তাঁকে তলব করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে, আরজি করের ঘটনা নিয়ে সত্য যাচাই না করে পোস্ট না করতে। কিন্তু তাতেও কোনও লাভের লাভ হয়নি।

 

 

গুজব ছড়ানো নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই, বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কোন তথ্যের ভিত্তিতে লকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তা জানতে চায় পুলিশ। তবে, বর্তমানে তদন্ত সিবিআইয়ের হাতে গেলেও পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে।