আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি রাজস্থান রয়্যালস শিবিরে। অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটার হিসেবে ফিরছেন সঞ্জু স্যামসন। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেয়ে গেলেন। যার ফলে আবার নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। সপ্তাহের শুরুতে ফিটনেস পরীক্ষা দিতে গুয়াহাটি থেকে বেঙ্গালুরু উড়ে যান সঞ্জু। বোর্ডের এক সূত্র জানান, 'এনসিএতে চূড়ান্ত ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন সঞ্জু।' ৫ এপ্রিল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচে অধিনায়কের ভূমিকায় থাকবেন স্যামসন।
আইপিএলের প্রথম তিন ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে দেখা যায় সঞ্জুকে। যার ফলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন। শুধুমাত্র ব্যাট করতে নামতেন। উইকেটকিপিংয়ের জন্য এনসিএর ক্লিয়ারেন্স পাননি। যার ফলে তাঁকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে তিন ম্যাচে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় অলরাউন্ডার রিয়ান পরাগকে। কিন্তু শেষপর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাস করে পুরো ম্যাচ খেলার ছাড়পত্র সংগ্রহ করলেন সঞ্জু। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে রান পান তারকা ক্রিকেটার। ৬৬ রান করেন। পরের দুই ম্যাচে ব্যর্থ। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। জোড়া হার দিয়ে শুরু হলেও ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয়ের খাতা খুলেছে রাজস্থান।
