আজকাল ওয়েবডেস্ক: একথা কম-বেশি সবার জানা যে, মানবদেহের ৭৫ শতাংশই জল। অন্যদিকে, পৃথিবীর প্রায় ৭১ শতাংশই জল। বছরের পর বছর ধরে এই জল মিলছে প্রকৃতি থেকে বিনামূল্যে। তবুও বেশিরভাগ সময়ই জলের জন্য আমাদের পয়সা গুণতে হয়। বিশেষত সুস্বাদু পানির জন্য। 

মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান জল। এটি হজম ক্ষমতা থেকে শুরু করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। জল ছাড়া শরীর হয়ে যায় ডিহাইড্রেটেড। তাই প্রতিদিন কমপক্ষে ৩ লিটার জল পানের পরামর্শ দেন চিকিৎসকরা। কেবল মানুষের পানের জন্য নয়, জীবজগত ও উদ্ভিদ জগতের বেঁচে থাকার জন্যও এর প্রয়োজন অনস্বীকার্য। পৃথিবীতে সর্বত্র জল পাওয়া গেলেও খাওয়ার জন্য বিশুদ্ধ পানি ন্যূনতম মূল্য দিতেই হয়।

বোতলজাত জলের দাম কত? সাধারণত আকার আর সংস্থা ভেদে এক লিটার জলের বোতলের দাম ২০ টাকা ৩০ টাকা হয়ে থাকে। কিন্তু জাপানে এমন এক বোতলজাত জল পাওয়া যায়, যার দাম শুনলে আপনি চমকে উঠবেন। 

বিশ্বের বাজারে যেসব পানীয় জলের সংস্থা ব্যবসা করছে তার মধ্যে অন্যতম হল জাপানের ফিলিকো জুয়েলারি ওয়াটার। জাপানের এই জলের এক লিটার পান করতে আপনাকে গুণতে হবে ১৩৯০ ডলার। ভারতীয় অর্থে যা প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা! 

এই সংস্থাটি জলের বিশুদ্ধতার জন্য পরিচিত, পাশাপাশি জলের বোতলের অসামান্য প্যাকেজিং-এর জন্য-ও। আসলে এই সংস্থার বোতলগুলো স্বরোভস্কি স্ফটিক দ্বারা সজ্জিত। সূক্ষ্ম গয়নার টুকরো দিয়ে এসব বোতলের গায়ে নকশা করা হয়। এখানেই শেষ নয়। ফিলিকো জুয়েলারি যে জল বিক্রি করে, তা জাপানের কোবেতে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে নেওয়া হয়। এই ঝর্ণার জলের নিজস্ব কিছু গুণমানের জন্য বিখ্যাত। বলা হয়, এই জল পান করলে শরীর থাকবে সুস্থ, ত্বকে থাকবে লাবণ্য।